Read In
Whatsapp
Bike News

বাইক প্রেমীদের জন্য সুখবর! মার্কেটে ঝড় তুলতে আসছে 4 টি নতুন 450 সিসির বাইক, দেখুন খুঁটিনাটি

450 সিসি সেগমেন্টে একগুচ্ছ নতুন বাইক এসেছে ভারতের বাজারে। এরমধ্যে কয়েকটি আবার দারুণ শক্তিশালী। কিন্তু জানেন কি আসন্ন সময় চারটি সেরা গাড়ি আসবে বাজারে।

1) Royal Enfield Himalayan 452:  
নভেম্বরের শুরুতে আসতে পারে নতুন হিমালয়ান বাইকটি। 452 সিসির J সিরিজের লিকুইড কুল ইঞ্জিন মোট 40 bhp শক্তি এবং 46Nm হয় টর্ক উৎপন্ন করে। সার্কুলার ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল সহ আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, মনোশক রিয়ার সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম ইত্যাদির মতো ফিচারসের সুবিধা পাওয়া যায়।

2) Royal Enfield Hunter 450:
ট্রায়াম্ফ স্পিড 400-এর সাথে লড়াইতে নামতে আসছে নতুন রয়্যাল এনফিল্ড হান্টার 450। নিও-রেট্রো রোডস্টারটি বর্তমানের Hunter 350 এরই নয়া Upgrade হতে চলেছে। খবর অনুযায়ী বাইকটি দাম 2.4 লক্ষ টাকার আশেপাশে থাকবে। আগামী 2024 সালের প্রথমার্ধে সেটিকে লঞ্চ করতে পারে Royal Enfield।

3) Hero Hurikan 440: 
Hero MotoCorp সম্প্রতি Hurikan 440 এবং Hurikan নামগুলো ট্রেডমার্ক করেছে। Harley-Davidson-এর সাথে অংশীদারিত্বর কারণেই এমন একটি নাম ব্যবহার করবে তারা। X440 এর মতো একই ইঞ্জিনের সাথে বাইকটি লঞ্চ হতে পারে বাজারে। 2024 সালের মার্চের দিকে একটি লঞ্চ হতে পারে hurikan 440।

4) Aprilia RS 457:
ভারতে সদ্যই লঞ্চ হয়েছে নতুন Aprilia বাইকটি। আপাতত KTM এর বাজারই লক্ষ্য কোম্পানির। কিন্তু একইসাথে Kawasaki Ninja, Yamaha R3 ইত্যাদির মতো বাইকের বাজারেও বড় প্রভাব ফেলবে Aprilia RS 457। বাইকটির দাম থাকতে পারে 5 লক্ষ টাকার আশেপাশে। 457 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন মোট 47hp শক্তি উৎপন্ন করে।

Back to top button