ধীরে ধীরে Middle Income Economy দেশে পরিণত হতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য 2028 সালের মধ্যেই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী দেশে পরিণত হওয়া। তাই বলাই চলে যে, বিভিন্ন ক্ষেত্রে দেশের বাজার আরো বড় হতে চলেছে। তাই স্কুটার হোক কি বড় গাড়ি, EV এর চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। আর বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ সংস্থা Ather Energy। সাম্প্রতিক সময়ে তারা দারুণ কিছু ই-স্কুটার এনে বেশ চমক দিয়েছে।
দেখে নিন Ather এর স্কুটার গুলোঃ-
1. Ather 450S : এই গাড়িটি মোট দুটি ব্যাটারি বিকল্পের সাথে আসে। এর মধ্যে একটি হলো 2.9kWh এবং 3.7kWh। যেগুলো 111 কিমি এবং 150 কিমি রেঞ্জ অফার করে। দুটি গাড়িতেই অবশ্য একই 6.4kW বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 90 কিমি। 8 ঘন্টার বেশি সময় লাগে ফুল চার্জ হতে।
2. Ather 450X (3.7kWh) :
Ather Energy 450X স্কুটারে একটি 3.7 kWh ব্যাটারি প্যাক থাকবে। একবার চার্জের বিনিময়ে সেটি মোট 150 কিমি পর্যন্ত ছুটতে পারবে। উন্নতমানের এই স্কুটারের গতিও বেশ দারুন। সেখানে মাত্র 3.9 সেকেন্ডেই শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছানো সম্ভব। 6.4kW বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ 90 কিমি প্রতি ঘণ্টা বেগে ছোটাতে পারে গাড়িটিকে।
3) Ather 450X (2.9 kWh) : এই গাড়িটিতে খুব বেশি পার্থক্য নেই। একবার চার্জেই গাড়িটি মোট 115 কিলোমিটার অবধি যেতে পারে। এছাড়া 450X এর দুটি ভার্সনে আর অন্য কোনো সেরকম তফাৎ নেই। 8 ঘন্টা 36 মিনিটে চার্জ করা যাবে ব্যাটারিটি। এবং 5.4kW মোটর আপনাকে সর্বোচ্চ 90kmph গতিতে নিয়ে যেতে পারবে।
যে দামে গাড়িগুলো লঞ্চ হয়েছে তাতে Ather 450X এর সাথে জোর টক্কর হবে Ola S1 এবং Bajaj Chetak এর। আপাতত বাজারে নিজেদের খুব ভালোভাবেই প্রতিষ্ঠা করেছে তারা। একাধিক EV (ই-স্কুটার) বাজারে নিয়ে এসেছে তারা। আপাতত Ather Energy টক্কর দিচ্ছে Honda, Suzuki, Hero, Bajaj ইত্যাদির মতো প্রচলিত সংস্থার সাথে।