দেশের অন্দরে বাইক এবং স্কুটার নির্মাতাদের তালিকায় নাম আসবে Honda Motors এর। জাপানি এই কোম্পানি তাদের দুই চাকার গাড়ির জন্য অতীব বিখ্যাত। ভারতের অন্দরে তারা একাধিক বেস্ট সেলিং স্কুটার এবং বাইক এনেছে। খবর আসছে এবার নতুন ম্যাক্সি ডিজাইনের স্কুটার আনতে চলেছে Honda। চলুন সেই নিয়ে জানাই আপনাদের।
দেশের বাজারে Honda Motors শীঘ্রই তাদের Honda Winner X স্কুটার নিয়ে আসার ঘোষণা করেছে। এই স্কুটারটি দেখতে অনেকখানি বাইকের মতোই। ক্ষমতাও বাইকের থেকে কোনো অংশে কম নয়। স্টাইলিশ এবং উন্নত প্রযুক্তির সাথে বাইকটি বাজারে এনেছে Honda। কীরকম ফিচারস থাকছে দেখে নিন নীচে।
ফিচারস : Honda Winner X স্কুটারে একগুচ্ছ ফিচার থাকছে। স্পোর্টি লুকের এই স্কুটার ক্রেতাদের জন্য সেরা বিকল্প হতে পারে। এই স্কুটারে বসে বেশ আরামের সাথে গাড়ি চালাতে পারবেন আপনি। সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এবিএস সিস্টেম সহ স্কুটারে এলইডি হেডলাইট, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রিমোট সেন্সরের মতো দুর্দান্ত বৈশিষ্ট্য দেখতে পাবেন।
ইঞ্জিন : Honda Winner X স্কুটারে 150 সিসির একটি লিকুইড কুল ফুয়েল ইনজেক্টেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকছে। আর এই ইঞ্জিনটি PGM-FI প্রযুক্তিতে কাজ করতে সক্ষম। মোট 15 hp শক্তি এবং 13 Nm পিক টর্ক উৎপন্ন করে Winner X। 4.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ গাড়িটি 45 কিমির মাইলেজ দেয়।
দাম : Honda Winner X স্কুটারের দাম শুরু হয় 1.5 লক্ষ টাকা থেকে। যে বাজেটে Honda Winner X গাড়িটি আসে তা সরাসরি প্রতিযোগিতা দেবে Suzuki Burgman, TVS Jupiter 125, TVS NTorq-এর মতো স্কুটারগুলির সাথে।