ভারতের বাজারে Royal Enfield এর বিভিন্ন বাইক নিয়ে উন্মাদনা স্পষ্ট। শীঘ্রই বাজারে আসছে Bullet 350। রাখি পূর্ণিমার দিন 1 সেপ্টেম্বর বাইকটি আসবে বাজারে। এরইমধ্যে খবর আরেকটি নতুন বাইক নিয়ে আসছে Royal Enfield! শীঘ্রই দেখা যেতে পারে 411 সিসির Royal Enfield Scram। চলুন কী কী ফিচারস থাকছে দেখে নিন।
দীর্ঘ রুটে যাতায়াত করার জন্য, বিশেষ করে পাহাড়ী উঁচু-নিচু রাস্তা এবং অফ-রোডিংয়ে সাহায্য করবে এই নতুন বাইক। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে তাহলে হিমালয়ান অ্যাডভেঞ্চরের কি হবে? আপনাদের জানিয়ে দিই যে, Scram 411 বাইকটি অপেক্ষাকৃত হালকা হতে চলেছে। সেইসাথে বেশ কিছু আকর্ষণীয় রঙের সাথে দেখা যাবে বাইকটিকে। Himalayan এর থেকে দামও কিছুটা কম হবে।
ইঞ্জিন : নাম থেকেই গাড়িটির ইঞ্জিন ক্ষমতার পরিচয় পাওয়া যায়। Scram 411 বাইকে 411 সিসির শক্তিশালী BS 6 ইঞ্জিন রয়েছে। যা সর্বোচ্চ 24.3 bhp শক্তি এবং 32 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।
ফিচারস : দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে মোট 15 লিটারের ট্যাংক দেওয়া হয়েছে এখানে। এছাড়া বাইকটির ওজন থাকছে মাত্র 185 কেজি। খারাপ রাস্তায় যাতে নিরাপদভাবে চালানো যায় সেজন্য পিছনে 19-ইঞ্চি স্পোক হুইল এবং সামনে 17-ইঞ্চি স্পোক হুইল দিয়েছে RE।
অতিরিক্ত ফিচারস : ল্যাম্প ইন্ডিকেটর সহ হ্যালোজেন হেডলাইট, LED টেললাইট, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল লেভেল ইন্ডিকেটর এবং অন্যান্য রিডআউট ওয়ান-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পেয়ে যাবেন।
দাম : Royal Enfield Scram 411 বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 2.54 লক্ষ টাকা থেকে। বর্তমানে মোট তিনটি ভেরিয়েন্ট এবং সাতটি রঙের সাথে বাজারে এসেছে বাইকটি। টপ স্পেক বাইকটির এক্স শোরুম দাম রয়েছে 2.61 লক্ষ টাকা।