TRENDS
Advertisement

Honda-কে চ্যালেঞ্জ দিতে শীঘ্রই মার্কেটে আসবে হিরোর নতুন X440 বাইক, দাম কত?

দিন কয়েক আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Harley-Davidson X440। শুরু থেকেই সেটি দারুণ হিট প্রমাণিত হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে, হিরো এবং হার্লে ডেভিডসনের যুগলবন্দী এক্ষুণি বন্ধ হওয়ার নয়। খবর…

Published By: Ritwik | Published On:

দিন কয়েক আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Harley-Davidson X440। শুরু থেকেই সেটি দারুণ হিট প্রমাণিত হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে, হিরো এবং হার্লে ডেভিডসনের যুগলবন্দী এক্ষুণি বন্ধ হওয়ার নয়। খবর আসছে আগামী মার্চে Hero 440 লঞ্চ হতে পারে। ভারতীয় জনতা ইতিমধ্যে এই খবরে বেশ উল্লসিত।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

 

Honda-কে চ্যালেঞ্জ দিতে শীঘ্রই মার্কেটে আসবে হিরোর নতুন X440 বাইক, দাম কত?

আসলে X440 ভারতে নির্মাণ করেছে Hero Motocorp। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে Hero তাদের বাইক তৈরি করছে। উল্লেখ্য যে, হিরো র বাইকটি অবশ্য একই বেস ইঞ্জিন এবং চেসিস দিয়ে তৈরি হতে পারে। যদিও Hero এর বাইকটি আরো উন্নত ডিজাইনের সাথে আসবে, সেখানে আরো উন্নতমানের আর্গোনোমিক্সের কারণে আরো স্পোর্টি দেখতে লাগবে।

Honda-কে চ্যালেঞ্জ দিতে শীঘ্রই মার্কেটে আসবে হিরোর নতুন X440 বাইক, দাম কত?

রিপোর্ট অনুযায়ী, নতুন হিরো বাইকটি HD X440 এর তুলনায় কম বয়সী রাইডারদের বেশি আকর্ষিত করবে। এছাড়া লিক থেকে এও জানা যাচ্ছে যে, Hero 440 এর নিজস্ব স্বতন্ত্র সাউন্ড থাকবে এবং সেটি HD X440 এর চেয়ে অনেকখানি আলাদা হবে। যদিও ক্ষমতা ইত্যাদি কি স্পেসিফিকেশন আলাদা হবে বাইকদুটির মধ্যে।

Honda-কে চ্যালেঞ্জ দিতে শীঘ্রই মার্কেটে আসবে হিরোর নতুন X440 বাইক, দাম কত?

উল্লেখ্য যে, আপাতত বাইক দুটির ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক আলাদা আলাদা হবে। X440 হার্লের ডিলারশিপের মাধ্যেমে বিক্রি করা হবে। যদিও আগামী সময়ে কয়েকটি প্রিমিয়াম হিরো ডিলারের মাধ্যমেও বিক্রী করা হবে এই বাইক। হিরোর লক্ষ্য এই সেগমেন্টে দেশের সবচেয়ে বড় কোম্পানি হয়ে ওঠা। তবে হিরোর নতুন বাইকটি যে HD X440 এর কপি হতে চলেছে সেই নিয়ে কারো সন্দেহ নেই।

প্রসঙ্গত, Harley-Davidson X440 এর জন্য একটি বিশেষভাবে তৈরী MRF জ্যাপার হাইক টায়ারের তৈরি করা হয়েছে। যা গাড়িটির যাত্রাকে আরো সুন্দর করে তোলে। ভারতে এটি লঞ্চ করা হয়েছে মোট 2.7 লক্ষ টাকায়। এখন দেখার Hero-র নতুন বাইকের দাম কত হতে পারে।

About Author