TRENDS
Advertisement

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিয়ে মাত্র ২.৭ লাখে বাইক আনল Harley-Davidson, বাইকের বাজার তৈরি মোকাবিলার জন্য

করোনা পরিস্থিতির সমসাময়িককালে আমেরিকার বিখ্যাত বাইক নির্মাতা সংস্থা Harley-Davidson ভারত ছেড়ে বেরিয়ে যায়। বস্তুত ভারতের বাজারে এঁটে উঠতে না পেরেই এমন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সাপ্লাই চেন থেকে শুরু করে ডিলারশিপ,…

Published By: Ritwik | Published On:

করোনা পরিস্থিতির সমসাময়িককালে আমেরিকার বিখ্যাত বাইক নির্মাতা সংস্থা Harley-Davidson ভারত ছেড়ে বেরিয়ে যায়। বস্তুত ভারতের বাজারে এঁটে উঠতে না পেরেই এমন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সাপ্লাই চেন থেকে শুরু করে ডিলারশিপ, সমস্ত ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। সম্প্রতি তারা আবার কামব্যাক করেছে ভারতের বাজারে। তবে এবার তারা জোট বেঁধেছে বিখ্যাত বাইক নির্মাতা সংস্থা ‘Hero’ এর সাথে। আর তারপরই বাজারে এমন বাইক এনেছে তারা যা বিপুল সাড়া ফেলে দিয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতের বাজারে সদ্যই লঞ্চ হয়েছে
Harley-Davidson X440। ইতিমধ্যে এই নতুন বাইক নিয়ে মানুষের উচ্ছাস চোখে পড়ার মতো। সম্পূর্নরূপে ভারতে তৈরি হয়েছে বাইকটি। দেশীয় Hero কোম্পানি নির্মাণ করেছে এটির। নতুন বাইকের (Harley-Davidson X440) ডিজাইন থেকে শুরু করে ফিচার। সমস্ত কিছুই মানুষের নজর কেড়েছে। যদিও তথাকথিত হার্লে স্টাইলের ক্রুজারের পরিবর্তে রোডস্টার ভার্সনে তৈরি করা হয়েছে।

বাইকটি দেখলে অবশ্য Harley এর XR1200 এর কথা মাথায় আসবে আপনাদের। এখানে আপনি স্পীডোমিটারের মধ্যেই একটি TFT কনসোল পেয়ে। হেডলাইট সম্পূর্নরূপে LED লাইটদ্বারা নির্মিত। উল্লেখ্য যে, এরসাথে একটি আলোক সেন্সরও পেয়ে যাবেন, যা স্বয়ংক্রিয়ভাবে লাইট অন করে দেবে অন্ধকারের মধ্যে। সাথে চওড়া কাঁধ, LED টেইল ল্যাম্প, ইন্ডিকেটর এবং ক্লিয়ার মিরর আপনাকে প্রিমিয়াম লুক দেবে।

একনজরে দেখে নিন নতুন গাড়িতে কী কী বৈশিষ্ট্য থাকছে :

1) এখানে থাকবে হারলে-ডেভিডসন এর তৈরি X440 ইঞ্জিন। একেবারে নতুন এয়ার-এবং অয়েল-কুলড 440cc ইউনিটের ইঞ্জিনের ক্ষমতা অসাধারণ।
2) গাড়িটির পিক পাওয়ার হল 27hp।
3) এখানে আপনি পেয়ে যাবেন অসাধারণ 38Nm এর টর্ক যা সর্বোচ্চ 4,000rpm-এ ঘুরতে সাহায্য করবে।
4) হার্লে গাড়িটিতে 6-স্পীড গিয়ারবক্স দিয়েছে। সাথে গাড়িটির থ্রটল রেসপন্সও খুব ভালোভাবে টিউন করা হয়েছে যাতে সমস্ত যাত্রীরাই ভালোভাবে উপভোগ করতে পারেন নতুন বাইককে।
5) কম গতিতে ইঞ্জিনের একটি সুন্দর থাম্প এবং বীট অনুভব করা যাবে এখানে। যদিও দৈত্যাকার হার্লে টুইন এর মতো শোনাবে না, কিন্ত এখানেও একটি সুন্দর আওয়াজ পাবনে আপনি।
6) রয়েছে বেশ বড় 320 মিমির ফ্রন্ট ডিস্ক এবং সুরক্ষার জন্য স্ট্যান্ডার্ড ডুয়াল-চ্যানেল ABS।

এখানে উল্লেখযোগ্য যে, Harley-Davidson X440 এর জন্য একটি বিশেষভাবে তৈরী MRF জ্যাপার হাইক টায়ারের তৈরি করা হয়েছে। যা গাড়িটির যাত্রাকে আরো সুন্দর করে তোলে। ভারতে এটি লঞ্চ করা হয়েছে মোট 2.7 লক্ষ টাকায়। যদিও নিজের সেগমেন্টে গাড়িটি সেরা। কিন্ত এই দামে প্রতিদ্বন্দ্বিতা হবে রয়্যাল এনফিল্ড, বাজাজের ট্র্যায়াম্ফের সাথে। তাই সেখানে কতটা সফল হয় এই বাইক তার ওপরে নির্ভর করছে গাড়িটির ভবিষ্যত। এখন দেখার 2.7 লক্ষ টাকার বিনিময়ে কেমন বিক্রি হয় Harley-এর এই নতুন বাইক।

About Author