TRENDS
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বাজার গরম করতে এলো Hero Karizma, বুকিং করুন মাত্র এত টাকায়

বাজারে ফিরল হিরোর নতুন মোটরসাইকেল, দাম দেখেছেন?

Published By: Ritwik | Published On:

বাইকপ্রেমীদের মন রাখতে বাজারে ফিরেছে স্পোর্টস লুকের নতুন Karizma। বলি-অভিনেতা হৃত্বিক রোশন নিজের সোশ্যাল মিডিয়াতে বাইকটির প্রচার চালাচ্ছেন। বাইক প্রেমীদের মধ্যে বিরাট উচ্ছাস দেখা যায় বাইকটি নিয়ে। 29 আগস্ট লঞ্চ হয়েছে Hero Karizma XMR 210। নতুন লুক থাকলেও 2003 সালের সেই টাচ রয়ে গেছে বাইকের মধ্যে।দীর্ঘ প্রতীক্ষার অবসান! বাজার গরম করতে এলো Hero Karizma, বুকিং করুন মাত্র এত টাকায়

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন : গাড়িটিতে 210 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। মোট 6 স্পিডের গিয়ারবক্স সমেত 25.15 bhp এর পিক পাওয়ার এবং 20.4 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম।

ফিচারস : থাকছে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল স্পিডোমিটার, ইন্ডিকেটর ইত্যাদি সহ LED লাইটিং, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং প্রি-লোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। 17 ইঞ্চির অ্যালয় হুইল দেখতে পাবেন এই বাইকে।দীর্ঘ প্রতীক্ষার অবসান! বাজার গরম করতে এলো Hero Karizma, বুকিং করুন মাত্র এত টাকায়

সুরক্ষা : Karizma XMR 210 গাড়িতে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) থাকছে। যদিও টপ ভেরিয়েন্টেই ডুয়াল চ্যানেল সিস্টেম মিলবে, অন্যান্য ভার্সনে আপনি সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম মিলবে।

ডিজাইন : নয়া স্পোর্টি ডিজাইন ক্রেতাদের বেশ আকৃষ্ট করবে। যদিও অন্যান্য বাইকের মতো বাঁকা ভঙ্গিতে নয় বরং বেশ সোজা ভাবেই আরামে বসে বাইক চালাতে পারেন। তীক্ষ্ণ স্টাইলিশ ডিজাইন সহ দ্রুত গতির বাইকটি কিন্তু সাধ্যের মধ্যেই দাম থাকতে পারে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বাজার গরম করতে এলো Hero Karizma, বুকিং করুন মাত্র এত টাকায়

দাম : Karizma XMR 210 বাইকের এক্স শোরুম দাম রয়েছে 1.72 লক্ষ টাকা। Hero Motocorp এর প্রিমিয়াম পণ্যের ক্যাটেগরিতে আসে এই বাইকটি। 29 আগস্ট থেকে বুকিং শুরু হয়েছে। বাইকটির বুকিংয়ের জন্য আপনাকে 3000 টাকা জমা দিতে হবে।

About Author