TRENDS
Advertisement

6 লক্ষ টাকা দিয়ে Punch বা Exter এর পরিবর্তে এই গাড়িটি দেখতে পারেন, ফিচারস থাকছে জমজমাট

দেশের বাজারে ছোট আকারের গাড়ি, বিশেষ করে Micro-SUV গুলোর চাহিদা বরাবরই বেশী। এই সেগমেন্টে এতদিন Maruti Suzuki একচ্ছত্র রাজ চলালেও Tata Punch খুব একটা পিছিয়ে নেই। রেকর্ড বিক্রি হয় টাটা…

Published By: Ritwik | Published On:

দেশের বাজারে ছোট আকারের গাড়ি, বিশেষ করে Micro-SUV গুলোর চাহিদা বরাবরই বেশী। এই সেগমেন্টে এতদিন Maruti Suzuki একচ্ছত্র রাজ চলালেও Tata Punch খুব একটা পিছিয়ে নেই। রেকর্ড বিক্রি হয় টাটা পাঞ্চের। এরইমধ্যে বাজারে এসেছে নতুন Nissan গাড়ি। সম্প্রতি Nissan তাদের Magnite লঞ্চ করেছে। 6 লক্ষ টাকা দিয়ে Punch বা Exter এর পরিবর্তে এই গাড়িটি দেখতে পারেন, ফিচারস থাকছে জমজমাট

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

6 লক্ষ টাকার বাজেটে Punch এবং Exter কে বড় লড়াই দিতে প্রস্তুত Magnite। দারুণ উন্নত বৈশিষ্ট্য সহ 8টি রঙের বিকল্পে পাওয়া যায় গাড়িটিকে। Magnite এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 6 লক্ষ টাকা। মাইক্রো- এসইউভি সেগমেন্টকে আরো বেশি প্রতিযোগিতামূলক করে তোলে এই গাড়ি।

পেট্রোল ভার্সনে 72 PS শক্তি দেয় Magnite। ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশনের সাথে আসে গাড়িটি। শক্তিশালী 1-লিটার পেট্রোল ইঞ্জিন সহ 5 সিটার গাড়ির পিক টর্ক রয়েছে 96 Nm। মাইলেজও মন্দ নয়। 20 kmpl মাইলেজ সহ Magnite Punch তো বটেই মারুতি সুজুকির থেকেও এগিয়ে। 6 লক্ষ টাকা দিয়ে Punch বা Exter এর পরিবর্তে এই গাড়িটি দেখতে পারেন, ফিচারস থাকছে জমজমাট

শক্তিশালী পারফরম্যান্স চাইলে সেখানেও অপশন রয়েছে গাড়িতে। এক্ষেত্রে 1-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন দারুণ শক্তি জোগাবে। এই ইঞ্জিনটি 100PS শক্তি এবং 160 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। টার্বো পেট্রোল ইঞ্জিন সহ গাড়িটির দামও বেশি। এয়ারব্যাগ এবং 360 ডিগ্রি ক্যামেরা সহ Nissan Magnite এর টপ স্পেক মডেলটি 10.94 লাখ টাকার এক্স-শোরুম দামে উপইলব্ধ।এছাড়া গাড়িতে একটি 9.0-ইঞ্চির HD টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।

গাড়িতে থাকছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে এর সুবিধা। সাথে ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, 7 ইঞ্চি টিএফটি সহ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 8 ইঞ্চি টাচস্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম, পুশ-বাটন স্টপ/স্টার্ট, ক্রুজ কন্ট্রোলের মতো আধুনিক ফিচারসও পাওয়া যায় গাড়িতে। 6 লক্ষ টাকা দিয়ে Punch বা Exter এর পরিবর্তে এই গাড়িটি দেখতে পারেন, ফিচারস থাকছে জমজমাট

দাম : Nissan Magnite এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.97 লক্ষ টাকা থেকে। টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম রয়েছে 11.02 লক্ষ টাকা। গাড়িটি বাজারে কিয়া সোনেট, মারুতি সুজুকি ব্রেজা, টাটা নেক্সন, হুন্ডাই এক্সটার এবং টাটা পাঞ্চের মতো গাড়িগুলির সাথে প্রতিযোগিতা করে।

About Author