TRENDS
Advertisement

MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস!

Mg মোটরস তাদের নতুন Comet EV লঞ্চ করেছে ভারতের বাজারে। মাইক্রো ইভি সেগমেন্টে গাড়িটি লঞ্চ করেছে MG। মোট 3টি ভার্সনে গাড়িটি কিনতে পারেন আপনি। সেগুলোর দামও ভিন্ন ভিন্ন। তিনটি ভেরিয়েন্টের…

Published By: Ritwik | Published On:

Mg মোটরস তাদের নতুন Comet EV লঞ্চ করেছে ভারতের বাজারে। মাইক্রো ইভি সেগমেন্টে গাড়িটি লঞ্চ করেছে MG। মোট 3টি ভার্সনে গাড়িটি কিনতে পারেন আপনি। সেগুলোর দামও ভিন্ন ভিন্ন। তিনটি ভেরিয়েন্টের এক্স শোরুম দাম হলো 7.98 লক্ষ টাকা, 9.28 লক্ষ টাকা এবং 9.98 লক্ষ টাকা। কিন্তু এই বাজেটে আরো পাঁচটি দারুণ গাড়ি কিনতে পারেন আপনি। চলুন দেখে নেওয়া যাক কী কী গাড়ি কেনা যায় এই দামে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Maruti Suzuki Brezza MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস! 
খুবই জনপ্রিয় SUV Maruti Suzuki Brezza। MG Comet এর পরিবর্তে কিনতে পারেন এই গাড়িটি। একদম টপ ক্লাস পারফর্ম্যান্স রয়েছে সেখানে। গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 8.29 লক্ষ টাকা।

2) KIA Sonet MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস!
দারুণ ফিচার-প্যাকড SUV KIA Sonet। 1.5-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে এই গাড়ি। 7.79 লক্ষ টাকা দামে কিনতে পারেন এই দুর্দান্ত SUV। লেটেস্ট টেকনোলজি এবং দূর্দান্ত ডিজাইনের সাথে থাকবে বড় কেবিন স্পেস! যার একটিও নেই MG Comet এ।

3) Hyundai Exter MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস!
এক্সটার গাড়িটিও দারুণ ফিচার প্যাকড। Exter এর ইঞ্জিন মোট 82 bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। 4 সিলিন্ডার ইঞ্জিনের সাথে 5MT এবং 5AMT অফার করে Exter। মাত্র 5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে আসার কারণে Exter বড় প্রতিদ্বন্দ্বী MG Comet এর।

4) Nissan Magnite MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস!
5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে Magnite একটি দারুণ অপশন। জাপানি এই গাড়ির দাম এবং ফিচারস সবই দুর্দান্ত। তাই magnite একটি ভালো বিকল্প হয়ে উঠেছে।

5) Tata Nexon MG Comet এর পরিবর্তে দেখতে পারেন এই পাঁচটি সেরা গাড়ি, পারফর্ম্যান্স পাবেন টপ ক্লাস!
নতুন Tata Nexon এ দুর্দান্ত কিছু পরিবর্তন করা হয়েছে। Nexon Facelift EV মাত্র 8.09 লাখে লঞ্চ হওয়ার কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে MG এর মাইক্রো ইভি। এছাড়াও Tata Tiago EV কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় Comet এর দিকে।

About Author