Read In
Whatsapp
Car News

মাত্র ৯২ হাজার টাকা! জলের দামে বাড়ি নিয়ে আসুন Maruti Wagon R, না কিনলে পস্তাবেন

মূল্যবৃদ্ধির দিনে সাধারণ জিনিসপত্র কিনতেই নাভিশ্বাস উঠছে মানুষের। এমতাবস্থায় মধ্যবিত্তের কাছে গাড়ি কিনে চালানোটা, নিছকই বিলাসিতা বলে মনে হওয়াটাই স্বাভাবিক। দিন দিন পেট্রোল আর ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে সুবিধা পরিপাটি থাকলেও তেল খরচ তুলতেই হিমশিম খেতে হয়। এক্ষেত্রে, বেশকিছু বছর ধরেই গ্রাহকদের ভরসা জুগিয়ে আসছে মারুতি সুজুকি ওয়াগন আর।

মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, কমবেশি সকলেরই পছন্দের গাড়ি এটি। মাইলেজ থেকে শুরু করে গাড়ির ফিচারস, সবটাই মোটামুটি সন্তোষজনক। সেই কারণে বিক্রিও হয় দেদার। আর এবার এই গাড়িটিই আপনি কিনতে পারেন একেবারে জলচর দামে। জেনে অবাক হবেন যে ১ লাখেরও কম টাকায় এই গাড়িটি ঘরে নিয়ে যেতে পারবেন আপনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এই চড়া বাজারে নতুন গাড়ির চেয়ে পুরোনো অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতিই বেশি ঝুঁকছে মানুষ। আর এই সেকেন্ড হ্যান্ড গাড়ির একটি বিশ্বাসযোগ্য প্লাটফর্ম হল মারুতি সুজুকি ট্রু ভ্যালু। সাধারণত মারুতি সুজুকির সেকেন্ড হ্যান্ড গাড়ি যাচাই করে তারপর সেটা পুনরায় বিক্রি করা হয় এখানে। সেখানেই নূন্যতম দামে পেয়ে যাবেন মারুতি সুজুকি ওয়াগন আর-এর মডেলটি।

সূত্রের খবর, এযাবৎ মোট ৪৫,৮৫৪ কিলোমিটার পথ চলেছে গাড়িটি। গাড়ির সাথে রয়েছে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং পেট্রল ইঞ্জিন। আপনি এই গাড়িটি মাত্র ৯২,০০০ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ১ লাখেরও কম টাকায় পেয়ে যাচ্ছেন আস্ত একটা গাড়ি‌। এবার চলুন গাড়িটির কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক।

মারুতি ওয়াগন আর গাড়িটিতে ৯৯৮ সিসি থেকে ১১৯৭ সিসির ইঞ্জিন মিলবে। সাথে পেয়ে যাবেন ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। সর্বোচ্চ 88 ব্রেক হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে মারুতির এই গাড়ি। জানা যাচ্ছে, গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে মাইলেজ দেয় ২৪ কিলোমিটার এবং অটোমেটিক ট্রান্সমিশনে ২৫ কিলোমিটার।

Back to top button