TRENDS
Advertisement

ভারতীয় লাইসেন্স থাকলে এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন আপনি, বিদেশ ভ্রমনে থাকুক গাড়ি চালানোর অভিজ্ঞতা

বিদেশ ভ্রমণ করার ইচ্ছে কারই বা নেই, জীবনে অন্তত একবার হলেও বিদেশ ঘুরে আসার শখ রয়েছে সবারই। বিদেশে যাওয়ার নাম শুনলে নানান রকমের উত্তেজনা এবং রোমাঞ্চও জেগে ওঠে আমাদের মনের…

Published By: Ritwik | Published On:

বিদেশ ভ্রমণ করার ইচ্ছে কারই বা নেই, জীবনে অন্তত একবার হলেও বিদেশ ঘুরে আসার শখ রয়েছে সবারই। বিদেশে যাওয়ার নাম শুনলে নানান রকমের উত্তেজনা এবং রোমাঞ্চও জেগে ওঠে আমাদের মনের মধ্যে। বিদেশের মাটিতে বাস, ট্যাক্সি ইত্যাদির মাধ্যমে ঘুরে বেড়ানোর পাশাপাশি এবার সেখানে গাড়ি চালানোর অভিজ্ঞতাও হতে পারে আপনার। চলুন কিভাবে জানাচ্ছি। ভারতীয় লাইসেন্স থাকলে এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন আপনি, বিদেশ ভ্রমনে থাকুক গাড়ি চালানোর অভিজ্ঞতা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বালি হোক কি মরিশাস অথবা সুইজারল্যান্ডের রোমাঞ্চকর যাত্রা, পাহাড় অথবা সমুদ্রের চারপাশে নিজের গাড়ি চালানোর অভিজ্ঞতা যেন এক স্বর্গীয় অনুভুতি। কিন্তু সেক্ষেত্রে এতদিন সেই দেশের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ত, কিন্তু এবার এর সেই বাধ্য বাধকতা থাকছেনা আর। ভারতীয় লাইসেন্স হোল্ডাররা এবার খুব সহজেই বিদেশের মাটিতে গাড়ি চালাতে পারেন। দরকার কেবল একখানা ভারতীয় লাইসেন্সের।  ভারতীয় লাইসেন্স থাকলে এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন আপনি, বিদেশ ভ্রমনে থাকুক গাড়ি চালানোর অভিজ্ঞতা

নিচের এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন ভারতীয় লাইসেন্স থাকলে।

মার্কিন যুক্তরাষ্ট্র: আমেরিকার বুকে গাড়ি চালানো এবার আরো সহজ, ভারতীয় লাইসেন্স হোল্ডাররা 1 বছর গাড়ি চালাতে পারেন এদেশে। তারপর অবশ্য সেদেশের লাইসেন্স বানিয়ে নিতে হবে।

অস্ট্রেলিয়া: মার্কিন মুলুকের মতো একই নিয়ম অস্ট্রেলিয়া র জন্যও। সেখানেও 1 বছর গাড়ি চালাতে পারেন আপনি। এছাড়া এদেশে ভারতের মতোই ট্রাফিক বামদিকে চলে, তাই গাড়ি চালানো আরো সহজ। ভারতীয় লাইসেন্স থাকলে এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন আপনি, বিদেশ ভ্রমনে থাকুক গাড়ি চালানোর অভিজ্ঞতা

কানাডা: ভারতীয় লাইসেন্স থাকলে কানাডাতে কেবল 60 দিনই গাড়ি চালানো সম্ভব। এরপর কানাডার লাইসেন্স বানিয়ে নিতে হবে আপনাকে।

ব্রিটেন: ভারতীয় লাইসেন্স ব্রিটেনে এক বছরের জন্য বৈধ। এছাড়া এখানে সুবিধা হলো যে, যানবাহন ভারতের মতোই বাম দিকে চলে।

এছাড়া সুইজারল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা এবং সুইডেনেও এক বছরের জন্য গাড়ি চালানো সম্ভব ভারতীয় লাইসেন্সের দ্বারা। জার্মানিতে কেবল সেটি 6 মাসের জন্য বৈধ। উল্লেখ্য যে, ভারতীয় লাইসেন্স ইংরেজিতে তৈরি হয় বলেই সারাবিশ্বের একাধিক স্থানের জন্য সেটি বৈধ।

ভারতীয় লাইসেন্স থাকলে এই দশটি দেশে গাড়ি চালাতে পারেন আপনি, বিদেশ ভ্রমনে থাকুক গাড়ি চালানোর অভিজ্ঞতা

প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনি যদি আন্তর্জাতিক কোনো জায়গায় যাচ্ছেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন এবং সম্ভব হলে একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট নিয়ে নিন। এই পারমিট একাধিক দেশে গাড়ি চালানোর অনুমতি দেবে আপনাকে।

About Author