TRENDS
Advertisement

গাড়িতে CNG কিট বসানোর আগে দেখে নিন আপনার করনীয় কী? এই তিন কাজ করতে ভুললে আসবে মহাবিপদ

ভারতে গাড়ির বাজার ধীরে ধীরে বেড়েছে। মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে গাড়ির বিক্রিও বেড়েছে। এক্ষেত্রে দামী গাড়িগুলোর যেমন বিকোচ্ছে তেমনই রমরমিয়ে বিক্রি হচ্ছে নানান সিএনজি গাড়ি। আবার অনেকে নর্মাল গাড়িতেও…

Published By: Ritwik | Published On:

ভারতে গাড়ির বাজার ধীরে ধীরে বেড়েছে। মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে গাড়ির বিক্রিও বেড়েছে। এক্ষেত্রে দামী গাড়িগুলোর যেমন বিকোচ্ছে তেমনই রমরমিয়ে বিক্রি হচ্ছে নানান সিএনজি গাড়ি। আবার অনেকে নর্মাল গাড়িতেও CNG কিট বসিয়ে নিচ্ছেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে, CNG কিট বসানোর পর কিছু গুরুত্বপূর্ন কাজ করে নিতে হবে। চলুন সেগুলোই জানিয়ে দিই। গাড়িতে CNG কিট বসানোর আগে দেখে নিন আপনার করনীয় কী? এই তিন কাজ করতে ভুললে আসবে মহাবিপদ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) প্রথমত আপনার গাড়ির RC বুকে এন্ট্রি করে নিতে হবে
গাড়িতে CNG কিট লাগানো হলে বা গাড়ির জ্বালানি পরিবর্তিত হয়। সেক্ষেত্রে এই তথ্য আপনার গাড়ির যে RC এবং ইন্সুরেন্স রয়েছে সেখানে রাখা উচিৎ। নিকটবর্তী RTO অফিসে গিয়ে গাড়ির জ্বালানি টাইপ এন্ট্রি করিয়ে নিন।

2) বীমা কোম্পানিকে জানাতে ভুলবেন না
RC তে এন্ট্রি হলেও বীমা কোম্পানিতে জানাতে ভুলে গিয়েছেন? এক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। বাইরে থেকে CNG কিট বসানোর পর RC তো বটেই সাথে বীমা কোম্পানিকেও জানিয়ে দিন। গাড়িতে CNG কিট বসানোর আগে দেখে নিন আপনার করনীয় কী? এই তিন কাজ করতে ভুললে আসবে মহাবিপদ

3) নথিভুক্ত না হলে কী করবেন?
বাইরে কোথার থেকে ট্যাংক বসানো হলে এবং RC ও বীমা কোম্পানিকে যদি CNG ট্যাংক লাগানোর তথ্য নথিভুক্ত না করেন তাহলে বীমা কোম্পানির তরফে কোনো ক্ষতিপূরণ থাকলে তা অস্বীকার করতেই পারে তারা। এছাড়া নিকটবর্তী RTO অফিসেও এই তথ্য জানিয়ে দিতে হবে নাহলে মোটা জরিমানা দিতে হয়।

About Author