TRENDS
Advertisement

মাসিক বেতন কত হলে Honda Amaze কেনার বিষয়ে ভাবা উচিত! হিসাব দেখে সিদ্ধান্ত নিন

পুজোর মরশুমে Honda Amaze ঘরে আনতে চান? তার আগে দেখে নিন গাড়ির দাম, ইএমআই এবং অন্যান্য খরচের হিসাব।

Published By: Ritwik | Published On:

গাড়ি কেনার স্বপ্ন তো অনেকের মনেই থাকে। ব্যবসা দাঁড়িয়ে গেলে বা ভালো একটা চাকরি পেলেই সবার মাথায় যেটা আসে তা হল বাড়িতে একটা গাড়ি আনা। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের পছন্দের তালিকায় প্রথমেই যে গাড়িগুলি আসে তারমধ্যে একটি হল Honda Amaze। কারণ মিডিয়াম রেঞ্জের এই গাড়ির ফিচার্স এবং স্পেশিফিকেশন সবই মধ্যবিত্তের হাতের নাগালেই থাকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

তবে গাড়ি কেনার কথা ভাবলেই তো হয়না। তার আগে পকেটের হালহকিকত দেখতে হয়। যদি লোন নিয়ে গাড়ি কেনার কথা ভাবেন তাহলে সবার আগে গাড়ির ইএমআই, ডাউন পেমেন্ট, আরটিও, ইন্সুরেন্স ইত্যাদি বাবদ ঠিক কত টাকা খরচ হবে তা হিসেব করতে হয়‌। পাশাপাশি দেখতে হবে, প্রতিমাসে আপনার ব্যক্তিগত আয় ব্যয় কত টাকার?

প্রথমেই বলি, ভারতে হন্ডা আমেজের (বেস ভেরিয়েন্ট) দাম শুরু হয় 7.05 (এক্স শোরুম) লক্ষ টাকা থেকে। যার আরটিও খরচ পড়ে প্রায় 75 হাজারের মত। এদিকে ইন্সুরেন্স খরচ পড়ে প্রায় 25 হাজার টাকা। অনরোড এই গাড়ির দাম প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি। এরই অপর একটি ভেরিয়েন্ট হল হন্ডা আমেজ ভিএক্স। এই গাড়িটি আপনি পেয়ে যাবেন প্রায় 10 লক্ষ টাকায়।

এমতাবস্থায় আপনি যদি 3 লক্ষ টাকাও ডাউন পেমেন্ট করেন এবং আগামী 5 বছরের জন্য 7 লক্ষ টাকার ফাইনান্স করেন তাহলে আপনার মাসিক ইএমআই খরচ পড়বে প্রায় 15 হাজার করে। পাশাপাশি 5 থেকে 7 হাজার টাকা খরচ পড়বে গাড়ির তেল এবং মাসিক মেইনটেনেন্সের জন্য। সবে মিলিয়ে গাড়ির পেছনে প্রতি মাসে প্রায় 22 থেকে 25 হাজার টাকা খরচ হয়েই যাবে।

মাসিক বেতন কত হলে Honda Amaze কেনার বিষয়ে ভাবা উচিত! হিসাব দেখে সিদ্ধান্ত নিন

একটি গাড়ি কেনার সময় মাথায় রাখতে হবে যে, গাড়ির দাম আপনার বার্ষিক আয়ের ৪০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একটি হন্ডা আমেজ কেনার জন্য আপনার মাসিক আয় কম করে হলেও ৮০ থেকে ৯০ হাজার টাকা হওয়া উচিত। এখন আপনার যদি আরো কোনো লোন থেকে থাকে তাহলে সেটা আপনার মোট বার্ষিক আয় থেকে বাদ দিতে হবে।

About Author