TRENDS
Advertisement

বাজারের সেরা গাড়ি Toyota Fortuner কিনতে চান? কত টাকা বেতন হলে হবে এই স্বপ্ন পূরণ? দেখে নিন হিসেব

ঘরে আনতে চান Toyota Fortuner? মাসিক কত টাকা বেতন হলে হবে এই স্বপ্ন পূরণ? রইল হিসেব নিকেষ।

Published By: Ritwik | Published On:

নিজের বাড়ি আর নিজের গাড়ির ইচ্ছা কার না থাকে না? তবে পথের কাঁটা মে বাজেট। অন্যদিকে জ্বালানির দাম যেভাবে বেড়ে চলেছে তাতে তো গাড়ি কেনার চেয়ে তার দেখভালের খরচ নিয়ে সবাই বেশি চিন্তিত। যদিও বাজারে ইলেকট্রিক গাড়ির রমরমা কম নয়, তবে সেক্ষেত্রেও বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজে পাওয়া বড়োই দুঃসাধ্য। আর তাই পাঠকদের এই সমস্যাকে একটু সহজ করতে আজকের এই প্রতিবেদন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

উল্লেখ্য, আজ আমরা Toyota Fortuner কথা বলব। প্রায় 56 লক্ষ টাকার এই গাড়ি কেনার জন্য আপনার ব্যাঙ্কে কত টাকা থাকা উচিত? ঠিক কত টাকা বেতন হলে আপনি এই গাড়িটি বাড়িতে আনতে পারবেন, সেই সবকিছুই জানাবো পাঠককে। প্রথমেই বলি, যে কোনও গাড়ি কেনার একটা বিশেষ নিয়ম থাকে। আর তা হল 20%-4-10%। অর্থাৎ 20% ডাউন পেমেন্ট, 4 বছরের লোন এবং স্যালারির 10% গাড়ির দেখভালের খরচ।

জানিয়ে রাখি, টয়োটা ফরচুনেটের টপ মডেলের দাম প্রায় 47.64 লক্ষ টাকা (এক্স শোরুম)। ইন্সুরেন্স, আরটিও বাবদ খরচ মিলিয়ে এই গাড়ির অনরোড দাম পড়বে প্রায় 56 লক্ষ টাকা। বিশেষজ্ঞদের মতে, এই গাড়িটি কেনার জন্য নূন্যতম 11.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে আপনাদের। এরপর 4 বছরের জন্য 45 লাখ টাকার লোন নিতে পারেন আপনি। তবে 9% সুদে লোন নিলেও তা শোধ করতে 5 বছর লেগেই যাবে।

বাজারের সেরা গাড়ি Toyota Fortuner কিনতে চান? কত টাকা বেতন হলে হবে এই স্বপ্ন পূরণ? দেখে নিন হিসেব

আপনি যদি 5 বছরের লোনও নেন সেক্ষেত্রে আপনার মাসিক ইএমআই পড়বে প্রায় 95 হাজার টাকা। বাকি রইল গাড়ির মেইনটেনেন্স খরচ‌। সেখানেও মাসিক 20 হাজার টাকা তো ধরেই রাখুন। সেই হিসেবে আপনার মাসিক বেতন হওয়া উচিত প্রায় 9 লক্ষ 50 হাজার টাকা। পাশাপাশি আপনার অন্য কোনও লোন আছে কী না সেটাও মাথায় রাখা জরুরি।

About Author