TRENDS
Advertisement

কিনতে চান Mahindra Thar? ঠিক এতদিন অপেক্ষা করতে হবে আপনাকে!

ভারতের বাজারে যে কয়টি গাড়ির বিপুল চাহিদা রয়েছে তার মধ্যে Thar অন্যতম। তরুণ সমাজের বুকে Mahindra Thar এর জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। গাড়িটি যেমন শক্ত পোক্ত তেমনই সেখানে…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে যে কয়টি গাড়ির বিপুল চাহিদা রয়েছে তার মধ্যে Thar অন্যতম। তরুণ সমাজের বুকে Mahindra Thar এর জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। গাড়িটি যেমন শক্ত পোক্ত তেমনই সেখানে রয়েছে রাফ অ্যান্ড টাফ লুক। আবার অফ রোডিংয়ের ক্ষেত্রেও জুড়ি নেই গাড়িটির। লাইফস্টাইল অফরোডার হিসেবে খ্যাতি কুড়িয়েছে Thar। Mahindra Thar

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

জনপ্রিয়তার শিখরে রয়েছে Mahindra Thar। কিন্তু চাইলেও এই গাড়ি কিনতে পারবেন না আপনি। এরজন্য রয়েছে লম্বা অপেক্ষাকাল। এদিকে শীঘ্রই লঞ্চ হতে চলেছে 5 দরজার Thar,তবে সেজন্য এখনো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু জানেন কী ঠিক কতটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে Thar কেনার জন্য? চলুন তাহলে এই বিষয়ে জানাই আপনাদের।

2023 Mahindra Thar 2

আজ যদি আপনি Thar গাড়িটি বুক করেন তাহলে হাতে আসতে সময় লেগে যাবে দীর্ঘ একটা বছর। Thar গাড়িতে রয়েছে 52 সপ্তাহের দীর্ঘ অপেক্ষাকাল। অর্থাৎ আজ গাড়িটি বুক করলে 2025-এ হতে পাবেন আপনি। এখানে উল্লেখ্য যে, শুধু থার নয়, মাহিন্দ্রার প্রায় প্রত্যেকটি গাড়িরই অপেক্ষাকাল অনেকটা বেশি। এই অপেক্ষাকাল থেকেই বোঝা যাচ্ছে যে, গাড়িগুলোর চাহিদা কতখানি।

Mahindra Thar 1

লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 2024 সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে মোট 6,059টি থার বিক্রি করেছে মাহিন্দ্রা। আর এই গাড়ির প্রতিদ্বন্দ্বী Maruti Suzuki এর Jimny। গত মাসে Jimny-র বিক্রি ছিল মাত্র 723টি। অন্যদিকে Thar এর 71,000 পেন্ডিং অর্ডার রয়েছে। এরমধ্যে Thar এর রিয়ার হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টের চাহিদা সবচেয়ে বেশি।

About Author