বিগত কিছু সময় ধরে Tata motors ভারতে নিজেদের বেশ কিছু নতুন মডেল লঞ্চ করেছে। আর এই তালিকায় রয়েছে আপডেটেড Nexon, Nexon EV, Harrier এবং Safari। এর মধ্যে প্রথমেই আসে Nexon এবং Nexon EV। গাড়ি দুটির দাম শুরু হচ্ছে 8.10 লক্ষ টাকা থেকে এবং 14.74 লক্ষ টাকা থেকে। এরমধ্যে জ্বালানি চালিত গাড়িটির চাহিদা ব্যপক রয়েছে বাজারে।
আপনাদের জানিয়ে দিই যে, নতুন Nexon কেনার জন্য এবার লম্বা লাইনে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপাতত বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী অপেক্ষার সময় 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যেই রয়েছে। Kia Sonet, Mahindra XUV300 এবং Maruti Suzuki Brezza-এর বাজারে আঘাত করে বড় অংশ ছিনিয়ে নিয়েছে টাটা মোটরস।
নতুন Nexon আগের থেকে অনেক বেশি আপডেটের সাথে লঞ্চ হয়েছে। থাকছে নতুন LED DRLs, সংশোধিত বাম্পার, ডুয়াল LED হেডল্যাম্প সহ একটি এয়ারোডাইনামিক ডিজাইন । 16-ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটিকে দারুণ লুক দেয়।
পাওয়ারট্রেন এবং ফিচারস
Nexon গাড়িতে দুটি ইঞ্জিনের অপশন রয়েছে। 1.2-লিটার টার্বো-পেট্রোল এবং একটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। টার্বো-পেট্রোল মোটরটি সর্বোচ্চ 118bhp পাওয়ার আউটপুট এবং 170 Nm এর টর্ক উৎপন্ন করে। ডিজেল ইউনিটটি 113bhp শক্তি এবং 260 Nm টর্ক উৎপন্ন করে। এছাড়া থাকছে নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্পোক স্টিয়ারিং হুইল, এয়ার কন্ডিশনার, ওয়্যারলেস চার্জিং, ইত্যাদি।