Read In
Whatsapp
Car News

দুনিয়ার সবচেয়ে নিরাপদ গাড়ি হচ্ছে Volvo XC90! ঘরে আনতে গেলে কত হতে হবে স্যালারি? রইল হিসেব নিকেষ

লুক এবং ফিচার্স নয়__এই সুইডিশ কোম্পানির কাছে সবথেকে বেশি জরুরি হল প্যাসেঞ্জারদের নিরাপত্তা। আর তাই তো ভলভো-র গাড়ি কেনার আগে মানুষ তাদের নিরাপত্তা নিয়ে দ্বিতীয়বার ভাবেনা। ভলভো-কে দুনিয়ার সবচেয়ে নিরাপদ গাড়ি বলা হয়। কারণ এই কোম্পানি গাড়ির মধ্যে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সংস্থার বক্তব্য, গাড়ি এমন হোক যাতে দুর্ঘটনা ঘটলেও প্যাসেঞ্জাররা যেন বেঁচে যায়।

এমতাবস্থায় ভলভো-র একটি জনপ্রিয় গাড়ি হল Volvo XC90। দুনিয়ার সবচেয়ে নিরাপদ গাড়ির মধ্যে এটি একটি। গোটা বিশ্বেই এই গাড়ির বিশেষ ফ্যানবেস রয়েছে। লুক থেকে শুরু করে পারফরম্যান্স এবং নিরাপত্তা__সবেতেই বাকিদের গুনে গুনে গোল দেওয়ার ক্ষমতা রাখে ভলভো-র এই মডেল। এহেন গাড়ির দাম প্রায় 98 লক্ষ 50 হাজার (এক্স শোরুম) থেকে।

জেনে অবাক হবেন যে, ২০০২ সালে এই গাড়ি লঞ্চ হওয়ার পর আজ পর্যন্ত একজনেরও মৃত্যুর খবর আসেনি। এমতাবস্থায় আপনিও যদি Volvo XC90 ঘরে আনতে চান তাহলে আপনার স্যালারি কত হতে হবে? কত টাকাই বা ডাউন পেমেন্ট করতে হবে এবং তার ইএমআই বা কত দিতে হবে আপনাকে? আপনার হিসেব নিকেশের ঝামেলাকে একটু সহজ করতেই আমাদের আজকের এই প্রতিবেদন।

প্রথমেই বলি, Volvo XC90 এর আরটিও খরচ প্রায় 8 লক্ষ টাকা। অন্যদিকে ইন্সুরেন্স বাবদ আপনাকে খসাতে হবে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। এসব মিলিয়ে গাড়িটির অনরোড প্রাইস গিয়ে পৌঁছায় প্রায় 1 কোটি 10 লক্ষ টাকাতে। যার মধ্যে আপনি 40 লক্ষ ডাউন পেমেন্ট করতে পারেন এবং 70 লক্ষ লোন নিতে পারেন। সেক্ষেত্রে আপনার মাসিক ইএমআই পড়বে 1 লক্ষ 35 হাজার টাকা। এমতাবস্থায় Volvo XC90 কিনতে হলে আপনার মাসিক আয় হওয়া উচিত 7 থেকে 8 লক্ষ টাকা এবং সেভিংস হওয়া উচিত প্রায় 60 থেকে 80 লক্ষ টাকার।

Back to top button