ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল মোটর শো (IIMS) 2023 সংস্করণে সুজুকি একটি চমকপ্রদ প্রকাশ করেছে। সবাইকে অবাক করে দিয়ে জনপ্রিয় Wagon R এর উপর ভিত্তি করে একটি 7-সিটার কনসেপ্ট গাড়ি নিয়ে এসেছে তারা। নতুন গাড়িটির নাম রয়েছে সুজুকি করিমুন Wagon R 3 Row কনসেপ্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে, হুইলবেসে কোনো পরিবর্তন ছাড়াই সাব-4 মিটার দৈর্ঘ্য বজায় রেখে 3 সারির Wagon R এর প্রদর্শন করেছে Maruti Suzuki।
2023 ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল মোটর শো এর শেষ দিনে কনসেপ্ট গাড়িটির উন্মোচন করে মারুতি সুজুকি। কমপ্যাক্ট গাড়ি হওয়া সত্বেও সেখানে 3 সারির আসন দেওয়া হয়েছে। এর ফলে গাড়িতে মোট 7 জনের বসার জায়গা রয়েছে। নতুন ডিজাইন গাড়িটিকে অনেক বেশি পারিবারিক গাড়ি বানিয়ে তোলে।
সুজুকি স্পষ্ট করেছে যে করিমুন ওয়াগন আর 3 সারি ধারণাটি বর্তমানে একটি Concept। যদিও গাড়িটি বাজারে এলে বেশ শক্তিশালী বাজার দখল করতে পারে। এছাড়া সেটি Datsun’s Go+ এবং Honda Mobilio-এর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। উল্লেখ্য যে, নতুন গাড়িটির ডিজাইন ভারতীয় বাজারেও বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
গাড়িটি লঞ্চ হলে ভারতের বাজারেও সেটিকে দেখা যাবে। তবে প্রথমে গাড়িটি লঞ্চ হবে ইন্দোনেশিয়াতে। সেখানেও বড় প্রতিযোগী হয়ে উঠতে পারে সুজুকির গাড়ি। সুজুকি করিমুন ওয়াগন আর 3 সারি ধারণাটি কমপ্যাক্ট গাড়ির ডিজাইনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। ডিজাইনের সাথে আপস না করেও একটি বড় পারিবারিক গাড়ির ব্যবহারিকতা প্রদান করে Wagon R Concept। এখন দেখার ভারতের বাজারে গাড়িটি আদৌ লঞ্চ হয় কিনা। এবং হলেও ঠিক কবে আসবে সেটি।