TRENDS
Advertisement

ভারতীয় বাজারে রেকর্ড গড়ল Toyota, গতবছরের তুলনায় বিক্রি বাড়ল 119%!

একগুচ্ছ গাড়ি রয়েছে বেস্ট সেলিং গাড়ির তালিকায়, কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বহুমূল্য এই গাড়ি!

Published By: Ritwik | Published On:

অটো সেক্টরে অসাধারণ প্রদর্শন করছে Toyota। ভারতের বাজারে নিজেদের পুনঃস্থাপন করছে জাপানি ব্র্যান্ডটি। নতুন স্ট্র্যাটেজির সাথে বিশ্বের চতুর্থ বৃহত্তম অটো সেক্টরে দারুণ ফলাফল দেখাচ্ছে টয়োটা। 2023 সালের অক্টোবরে বিক্রি বেড়ে পৌঁছেছে 20,542 ইউনিটে। যা গত বছরের একইসময় বিক্রি হওয়া 13,143 ইউনিটের হিসেবে 56.3% এর লম্বা ঝাঁপ দিয়েছে।ভারতীয় বাজারে রেকর্ড গড়ল Toyota, গতবছরের তুলনায় বিক্রি বাড়ল 119%!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

যদিও সেপ্টেম্বর মাসের তুলনায় বিক্রিতে 7.3% হ্রাস দেখা দিয়েছে কিন্তু মার্কেটে বড় অংশ ধরতে সক্ষম হয়েছে তারা। বর্তমানে ভারতীয় অটো সেক্টরের 5.3% অংশীদারিত্ব রয়েছে টয়োটার কাছে। যা কিনা 1.4% বৃদ্ধির সাক্ষী রয়েছে। উল্লেখ্য যে, এই বিক্রির কারণে Toyota বর্তমানে ষষ্ঠ বৃহত্তম অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে ওঠেছে।

toyota rumion
toyota rumion

মোট বিক্রির বেশিরভাগ অংশই এসেছে Innova সিরিজ থেকে। ইনোভা ক্রিস্টা এবং ইনোভা হাইক্রস সহ ইনোভা রেঞ্জ মোট 8,183 ইউনিটের মোট বিক্রির সাথে প্রতিযোগিতাকে ছাড়িয়ে গেছে। শুধুমাত্র ইনোভা ক্রিস্টা/হাইক্রস মডেলের বিক্রি বেড়েছে 119%।ভারতীয় বাজারে রেকর্ড গড়ল Toyota, গতবছরের তুলনায় বিক্রি বাড়ল 119%!

এছাড়া টয়োটা গ্লাঞ্জা প্রিমিয়াম হ্যাচব্যাকটি 25% বার্ষিক বিক্রয় বৃদ্ধির সাথে দ্বিতীয় স্থান দখল করেছে। 2022 সালের একই সময়ে যেখানে 3,767 ইউনিট বিক্রি হয় সেখানে বর্তমান মাসে মোট 4,724 ইউনিট Glanza বিক্রি করেছে Toyota।ভারতীয় বাজারে রেকর্ড গড়ল Toyota, গতবছরের তুলনায় বিক্রি বাড়ল 119%!

Toyota Urban Cruiser Hyryder এবং বেস্ট সেলিং Fortuner এর বিক্রিও বেড়েছে এই সময়ে। পূর্ববতী বছরের হিসেবে মোট 18% বিক্রি বেড়েছে। সাথে Toyota Rumion গাড়িটিও দারুণ বিক্রি হয়েছে। Toyota এর বেস্ট সেলিং গাড়ির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে Rumion। টয়োটার বেস্ট সেলিং গাড়ির তালিকায় সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে Toyota Hilux এবং Toyota Vellfire।

About Author