TRENDS
Advertisement

Toyota Rumion vs Maruti Ertiga, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

নতুন Rumion নাকি Ertiga? দেখে নিন কোন গাড়ি আপনার জন্য সেরা

Published By: Ritwik | Published On:

কিছুদিন আগেই মার্কেটে নতুন গাড়ি লঞ্চ করেছে Toyota। ertiga এর চ্যাসিসের ওপর ভিত্তি করে বাজারে লঞ্চ করেছে নতুন Toyota Rumion। মারুতি সুজুকির গাড়িটির Re-branded ভার্সন হওয়ায় প্রশ্ন উঠতেই পারে দুটি গাড়ির মধ্যে তফাৎ কি। ভারতের বাজারে দুটি গাড়িই উপলব্ধ। তাহলে গ্রাহক কেনার সময় কোন গাড়িটি কিনবেন? চলুন দেখে নেওয়া যাক পার্থক্য।Toyota Rumion vs Maruti Ertiga, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টয়োটা রুমিয়নে অনেকটা Innova Crysta এর মতো গ্রিল, ফগল্যাম্প এবং নতুন বাম্পার যোগ করেছে। সেখানে নতুন 15 ইঞ্চি অ্যালয় হুইল ডিজাইন থাকছে। কিন্তু বাকি পুরো গাড়িই মারুতি আর্টিগার মতো। ইন্টেরিয়রেও খুব বেশি ফারাক নেই। কারণ দুটি গাড়িতেই ডুয়াল টোন ফিনিশ, 7 ইঞ্চি টাচস্ক্রিন এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল রয়েছে।

Toyota Rumion vs Maruti Ertiga, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

Toyota Rumion এবং Maruti Suzuki Ertiga, দুই গাড়িতেই আপনি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিভার্স ক্যামেরা, কানেক্টেড কার টেকনোলজি, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইত্যাদি দেখতে পাবেন। আবার একই ইঞ্জিনের সাথেই আসে গাড়ি দুটি। উল্লেখ্য Ertiga এবং Rumion এ 1.5 লিটার 4 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 103 hp শক্তি এবং 137 Nm টর্ক তৈরি করে।Toyota Rumion vs Maruti Ertiga, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? পার্থক্য দেখে বুঝে নিন

একই ইঞ্জিনের সাথে আসার কারণে সাধারণত দুটি গাড়ির মাইলেজও এক। ম্যানুয়াল ট্রান্সমিশনে পেট্রোলে 20.51 কিমি এবং CNG তে 26.11 কিমির মাইলেজ পাওয়া যায়। অটোম্যাটিক ট্রান্সমিশনে Rumion 20.11 কিমি মাইলেজ দেয় এবং Ertiga এর মাইলেজ সামান্য বেশি 20.20 কিমির। সমস্ত ফিচারস এক থাকলেও Toyota এর গাড়ির দাম বেশি। কারণ Rumion এর দাম রয়েছে 10.29 লক্ষ টাকা থেকে 12.81 লক্ষ টাকা। অন্যদিকে Ertiga এর দাম রয়েছে 8.64 লক্ষ টাকা থেকে 11.83 লক্ষ টাকা।

About Author