TRENDS
Advertisement

Toyota Rumion: সস্তায় 7 সিটার SUV আনছে টয়োটা, রূপে-গুণে করবে বাজার তোলপাড়

যেদিন থেকে টয়োটা এবং মারুতি একে অপরের সাথে হাত মিলিয়েছে সেদিন থেকেই ধামাকা করে চলেছে। একে অপরের প্রযুক্তি ব্যবহার করে একটার পর একটা ধামাকাদার গাড়ি লঞ্চ করে চলেছে। আর এবার…

Published By: Ritwik | Published On:

যেদিন থেকে টয়োটা এবং মারুতি একে অপরের সাথে হাত মিলিয়েছে সেদিন থেকেই ধামাকা করে চলেছে। একে অপরের প্রযুক্তি ব্যবহার করে একটার পর একটা ধামাকাদার গাড়ি লঞ্চ করে চলেছে। আর এবার টয়োটো তাদের ব্র্যান্ড নিউ রুমিওন লঞ্চের পথে। খুব শীঘ্রই বাজারে হিট করতে চলেছে এই নতুন গাড়ি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Toyota Rumion: সস্তায় 7 সিটার SUV আনছে টয়োটা, রূপে-গুণে করবে বাজার তোলপাড়

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টয়োটা গাড়িটি তৈরি হবে মারুতির এরটিগার উপর ভিত্তি করে। এটি এই Dhansu MPV কোম্পানির সবচেয়ে সস্তা SUV হতে চলেছে বলে খবর। এর আগে ইনভিক্টো চালু করেছিল মারুতি‌। টয়োটার ইনোভা হাইক্রসের নিরিখে এটি কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল MPV গাড়ি।

তবে এখন গ্রাহকরা মেতে আছে টয়োটোর নতুন গাড়ি রুমিওনকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবিও ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে কম বাজেটের এই গাড়িটিতে মোট ৭ জনের বসার ক্যাপাসিটি থাকবে। বিশ্ববাজারে গাড়িটি চলে এলেও আমাদের ভারতে এখনও পর্যন্ত হিট করেনি। খুব সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ গাড়িটি ভারতীয় বাজারে আসতে পারে।

Toyota Rumion: সস্তায় 7 সিটার SUV আনছে টয়োটা, রূপে-গুণে করবে বাজার তোলপাড়

প্রসঙ্গত উল্লেখ্য, Toyota Rumion হবে ভারতীয় বাজারে কোম্পানির চতুর্থ MPV গাড়ি। বর্তমানে, ইনোভা ক্রিস্টা, ইনোভা হাইক্রস এবং ভেলফায়ার সিরিজ উপলব্ধ রয়েছে। তবে লঞ্চ হওয়ার আগেই রুমিওন-কে নিয়ে যে নজীরবিহীন উন্মাদনা শুরু হয়েছে তা দেখার মত।।

যদিও গাড়িটির দাম, লঞ্চের তারিখ এসব কিছুই ঘোষণা করেনি সংস্থাটি। তবে অনেকেই অনুমান করছেন, এই গাড়িতে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। গাড়ির দুনিয়ায় এই ইঞ্জিনের বেশ ভালো চাহিদা রয়েছে। ইঞ্জিনটি মূলত 103 hp শক্তি এবং 137 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। কানাঘুষা শোনা যাচ্ছে, নতুন গাড়িটির প্রারম্ভিক দাম 9 লক্ষ টাকা হতে পারে।

About Author