![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/technical-guruji-car-collection1-780x470.jpg)
ইউটিউবার টেকনিক্যাল গুরুজি (Technical Guruji) কে আজকাল চেনেনা এমন লোক নেই। দেশে যে কয়জন ইউটিউবা রের বড় মার্কেট রয়েছে তার মধ্যে একজন গৌরব চৌধুরী ওরফে টেকনিক্যাল গুরুজি। তার ইউটিউবে মোট 22 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু জানেন কি তার গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক’ বিলাসবহুল গাড়ি! বহু সেলিব্রিটিও তার কালেকশন দেখলে লজ্জায় পড়ে যাবেন। চলুন সেই সম্পর্কে জানাই আপনাদের।
Rolls Royce Ghost
দাম – 7 কোটি টাকা
প্রথমেই আসবে বিখ্যাত ব্র্যান্ড Rolls Royce এর Ghost। সারাবিশ্বে বিরাট নাম কুড়িয়েছে এই গাড়িটি। Rolls Royce Ghost এ রয়েছে 6.75-লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিন। গাড়িটি সর্বোচ্চ 850Nm টর্ক সহ 571 PS শক্তির সাথে আসে। মাত্র 4.8 সেকেন্ডেই গাড়িটি 100 কিমি গতিবেগে পৌঁছাতে পারে। উল্লেখ্য গাড়িটির বাজারমূল্য 7 কোটি টাকা।
Land Rover Range Rover Vogue
দাম – 1.60 কোটি
টাটাদের রেঞ্জ রোভার এমন এক গাড়ি যা বিশ্বের সমস্ত সেলিব্রিটিদের গ্যারেজে থাকা অত্যাবশ্যক। আর টেকনিক্যাল গুরুজির যাচ্ছে Vogue ভার্সনটি রয়েছে। 335 hp এবং 740 Nm সর্বোচ্চ শক্তি র গাড়িটি মাত্র 5 সেকেন্ডেই 100 কিমি গতিবেগে পৌঁছাতে পারে। এই SUV টির দাম শুরু হয় 1.60 কোটি থেকে।
Porsche Panamera
দাম – 2 কোটি টাকা
এই গাড়িটি আসলে একটি স্পোর্টস কার। গাড়িতে থাকা 4.0-লিটারের V8 ইঞ্জিন মাত্র 3.8 সেকেন্ডেই 100 কিমি গতিবেগে পৌঁছে দিতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতি থাকবে 306kmph। ভারতে এই গাড়িটির দাম রয়েছে 2 কোটি টাকা।
Marcedes Benz G-Class
দাম – 2.20 কোটি টাকা
জার্মান সংস্থা মার্সিডিজের G-Class হয়তো বিশ্বের সবচেয়ে পরিশীল এবং বিলাসবহুল অফ-রোডিং SUV। গাড়িতে 4.0-লিটারের বাই-টার্বো V8 পেট্রোল ইঞ্জিন রয়েছে। এখানে মোট 585 hp পিক পাওয়ার এবং 850 Nm এর টর্ক আউটপুট রয়েছে। উল্লেখ্য গাড়িতে 9 স্পীডের একটি এই অটোম্যাটিক ট্রান্সমিশন রয়েছে। শুধু তাই না, মাত্র 4.5 সেকেন্ডেই গাড়িটি 0 থেকে 100 km/h গতিতে পৌঁছে যায়।
BMW 750Li
দাম – 1.50+ কোটি
BMW এর 7-সিরিজের গাড়িও রয়েছে তার গ্যারেজে। বিলাসবহুল এই সেডানে 3.0-লিটারের V6 টার্বো পেট্রোল ইঞ্জিনের রয়েছে। তার ফলে গাড়িটি সর্বোচ্চ 340hp এবং 450 Nm টর্কের সাথে আসে। ইঞ্জিনটি 8-স্পীড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্সের সাথে আসে। গাড়িটিতে রয়েছে উন্নত পারফরম্যান্স, লেটেস্ট টেকনোলজি সাথে অতি বিলাসবহুল এবং আরামদায়ক কেবিন।
Audi A6
দাম – 61 লক্ষ টাকা।
আরেক জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা Audi এর A6 গাড়ি রয়েছে তার কাছে। এটি আসলে একটি হাই পারফর্ম্যান্স সেডান। অত্যন্ত বিলাসবহূল গাড়িটিতে রয়েছে 2.0-লিটারের 4-সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি সর্বোচ্চ 250 kmph বেগে ছুটতে পারে।
মার্সিডিজ বেঞ্জ ML500
দাম – 70 লক্ষ
টেকনিক্যাল গুরুজির গাড়ি সংগ্রহের শেষ মডেল এবং মার্সিডিজের তরফে দ্বীতিয় গাড়ি এই মার্সিডিজ বেঞ্জ ML 500। এটি আসলে একটি বিলাসবহুল SUV। এখানে 3.5-লিটারের একটি 6-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা 276hp শক্তি উৎপন্ন করে এবং সাথে সর্বোচ্চ 360 তৈরি করতে পারে।