Read In
Whatsapp
Auto Motive IndustryBike NewsElectric VehicalFeatured

Ola-র মার্কেট ডাউন করতে আসছে TVS-র নতুন ইলেকট্রিক স্কুটার, স্টাইলিশ লুক ও ফিচার্সে দেবে ১০ গোল

TVS আপাতত বিশ্বের বৃহত্তম টু-হুইলার এবং থ্রি-হুইলার কোম্পানির একটিতে পরিণত হয়েছে। নিজেদের পোর্টফোলিওতে আধুনিক এবং উন্নতমানের পণ্য যোগ করার জন্য R&D খাতে বিরাট খরচ করতে চলেছে TVS। গত 2021 সালে শুধুমাত্র EV খাতেই সংস্থাটির বিনিয়োগ ছিল 1000 কোটি টাকার। আর তার ফলাফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। দেশের iQube স্কুটার বেশ সাফল্য পেয়েছে।

কিন্তু সেখানেই থেকে থাকতে চাইছেনা TVS। বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের স্থান আরো শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিয়েছে তারা। আগামী 23 আগস্ট তাদের প্রোডাক্ট লঞ্চের অনুষ্ঠান রয়েছে আর সেজন্য আমন্ত্রণ পত্রও পাঠাচ্ছে তারা। সেখানেই তারা নতুন বৈদ্যুতিক স্কুটার লঞ্চের ইঙ্গিত দিয়েছে। সূত্র অনুযায়ী অনেকে মনে করছেন যে, এটি Creon ই-স্কুটার হতে চলেছে।

TVS তাদের অফিসিয়াল আমন্ত্রণপত্রে ‘ইলেকট্রি-ফাইং’ শব্দটি ব্যবহার করেছে। সেখান থেকেই অনেকের ধারণা, তারা নিজেদের EV-পোর্টফোলিও প্রসারিত করার চিন্তাভাবনা করছে। সাথে সেখানে যে ছবি ব্যবহার করেছে TVS তাও এই জল্পনাকে উস্কে দিয়েছে। আমন্ত্রণ পত্রের টিজারে একটি সাদা টাওয়ারের আকৃতির বস্তু রয়েছে। টাওয়ারের মতো বস্তুটির ওপর লেখা রয়েছে “থ্রিল হ্যাজ এ ডেট”।

Ola S1- এর পর TVS এর iQube দেশে দ্বিতীয় সর্বোচ্চ বিক্রী হওয়া ইলেকট্রিক স্কুটার। এবার iQube এর আরো একটি দূর্দান্ত পণ্য নিয়ে এসে তাক লাগিয়ে দিতে চায় TVS। এর ফলে বাজারে তাদের বিক্রি যেমন বাড়বে তেমনই অন্যান্য দেশেও ছড়িয়ে যেতে পারবে সংস্থাটি। তবে নতুন Creon যে একটি বড় ম্যাক্সি স্কুটার হবে এবং দূর্দান্ত পারফরম্যান্সের সাথে আসবে সেই বিষয়েও আলোচনা চলছে বাজারে।

যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে 23 আগস্ট। তবে TVS তাদের বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেশ উত্তেজিত। কারণ এর ফলে দেশের অন্দরে TVS এর EV বাজার আরো বড় হতে পারবে। শুধু তাই না, যেখানে iQube ছোট এবং কম পারফর্ম্যান্সের গাড়ি সেখানে TVS এর নতুন Creon লড়াই করবে Ather 450X এর সাথে।

Back to top button