বৈদ্যুতিক গাড়ি নিয়ে বেশ সরগরম গাড়ির বাজার। সদ্যই সামনে এসেছে সরকারের নয়া সুপারিশ। সেখানে দাবী করা হয়েছে যে, আগামী 2027 সাল থেকেই সমস্ত ডিজেল চালিত যানবাহন বন্ধকরে দেওয়া হবে। এই ঘোষণার পর ইলেক্ট্রিক গাড়ির বাজার যে আরো বাড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা।
বৈদ্যুতিক গাড়িগুলির ক্ষেত্রে সমস্যা তাদের মাইলেজ। কিন্তু তারইমধ্যে এমন এক গাড়ি এল যার রেঞ্জ 800 কিমি! নতুন এই গাড়িটি এনেছে Li Mega। কোম্পানির নতুন SUV মাত্র একবার চার্জে ছুটবে 800 কিমি! শুধু তাই না, মাত্র 15 মিনিটের চার্জেই এতদূর যাওয়া সম্ভব বলেও দাবী কোম্পানির। আর এজন্য 500W শক্তির একটি চার্জিং স্টেশন তৈরী করবে Li Mega। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মোড়া গাড়িটিকে নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গিয়েছে।
যেখানে বেশিরভাগ কোম্পানিই মাত্র 400 থেকে 500 কিমি অবধি রেঞ্জ দিতে সক্ষম সেখানে এই রেঞ্জ সবাইকেই বেশ অবাক করেছে। গাড়িটির দাম রাখা হয়েছে 70,160 ডলার। 15 মিনিটে এই পরিমাণ দূরত্ব যাওয়া গেলে তা EV এর জগতে নয়া বিপ্লব তৈরি করবে। যদিও এক্ষুনি বাজারে লঞ্চ না হওয়ায় গাড়িটির বাস্তব রেঞ্জ এবং দক্ষতা সম্পর্কে কিছুই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছেনা।
ভারতের বাজারে সবচেয়ে বেশি রেঞ্জ দেয় মার্সিডিজের EQS গাড়িটি। একবার চার্জ হলে সেটি মোট 857 কিলোমিটার যেতে পারে। এরপর রয়েছে KIA মোটরসের EV6, গাড়িটির রেঞ্জ রয়েছে 706 কিমি। তালিকায় তৃতীয় স্থানে Hyundai এর Ioniq 5, যার রেঞ্জ 631 কিমি। চতুর্থ স্থানে BMW এর i4। সেটি 590 কিমি অবধি যেতে পারে একবার চার্জের বিনিময়ে।