TRENDS
Advertisement

10 লাখের বাজেটে সেরা মাইলেজ দেয় এই গাড়িগুলোই, কেনার থাকলে একবার তালিকা দেখে নিন

সাধ্যের মধ্যে দেদার মাইলেজ দেয় এই গাড়ি গুলোই,  নতুন বছরের কেনাকাটা করার আগে দেখে নিন তালিকা

Published By: Ritwik | Published On:

ভারতীয় বাজারে ক্রেতাদের মধ্যে লম্বা মাইলেজ সম্পন্ন গাড়ির চাহিদা সবদিনই বেশী। সাধ্যের মধ্যে দারুণ মাইলেজ এবং উচ্চ পারফরম্যান্স গাড়ির চাহিদার কারণেই মারুতি সুজুকি, টাটা, মাহিন্দ্রার গাড়িগুলোর এত বিক্রি। আজ আমরা জানাব 10 লাখের বাজেটে সেরা মাইলে জের গাড়ি কোনগুলো।  10 লাখের বাজেটে সেরা মাইলেজ দেয় এই গাড়িগুলোই, কেনার থাকলে একবার তালিকা দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মারুতি সুজুকির প্রায় সমস্ত গাড়িরই CNG ভার্সন রয়েছে, ফলে এই গাড়িগুলোর মাইলেজ লম্বা থাকায় সেগুলোর বিক্রিও বেশি। পেট্রোল MT এবং AMT, উভয় ভেরিয়েন্ট সহ Celerio গাড়িটি সবচেয়ে বেশি মাইলেজ দেয়। ডিজেল চালিত গাড়ির মধ্যে টপ মাইলেজ রয়েছে Tata Altroz এর।

নিচে তালিকার মাধ্যমে দেখে নিন শীর্ষ 10টি মাইলেজ সম্পন্ন গাড়ি

মডেল মাইলেজ (ARAI)
Maruti Celerio25.17 kmpl (petrol MT), 26.23 kmpl (petrol AMT)

34.43 km/kg (CNG)

Maruti WagonR24.35 kmpl (1.0 petrol MT), 25.19 kmpl (1.0 petrol AMT)

23.56 kmpl (1.2 petrol MT), 24.43 kmpl (1.2 petrol AMT)

34.05 km/kg (CNG)

Maruti S-Presso24.12 kmpl (petrol MT), 25.3 kmpl (petrol AMT)

32.73 km/kg (CNG)

Maruti Alto K1024.39 kmpl (petrol MT), 24.9 kmpl (AMT)

33.85 km/kg (CNG)

Tata Altroz19.14 kmpl (petrol MT), 19.33 kmpl (petrol DCT)

18.5 kmpl (turbo-petrol MT)

23.64 kmpl (diesel)

26.2 km/kg (CNG)

Maruti Dzire22.41 kmpl (petrol MT), 22.61 kmpl (petrol AMT)

31.12 km/kg (CNG)

Maruti Swift22.38 kmpl (petrol MT), 22.56 kmpl (petrol AMT)

30.90 km/kg (CNG)

Maruti Baleno22.35 kmpl (petrol MT), 22.9 kmpl (petrol AMT)

30.61 km/kg (CNG)

Renault Kwid22.3 kmpl (petrol AMT), 21.46 kmpl (petrol MT)
Maruti Fronx21.79kmpl (1.2 petrol MT), 22.89kmpl (1.2 petrol AMT)

28.51km/kg (CNG)

20.01kmpl (1.0 petrol MT), 21.5kmpl (1.0 petrol AT)

About Author