TRENDS
Advertisement

ভারতীয় পরিবারের জন্য আদর্শ এই চারটি 7 সিটারের গাড়ি, কেনার হলে দেখুন বিস্তারিত

নিয়ে যান এই তিনটি গাড়ি, এগুলোই দেশের সেরা ৭ আসনের গাড়ি

Published By: Ritwik | Published On:

গাড়ি কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। স্পেসিফিকেশন, দাম, মাইলেজ ইত্যাদি সমস্ত ফিচারস দেখেই গাড়ি কিনতে হয়। কিন্তু আপনার যদি বাজেট কম থাকে তাহলে কোন গাড়ি কিনবেন সেই তালিকা নিয়েই হাজির হয়েছি আমরা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ির কথা বলছি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Renault Triber : ৭ আসনের গাড়ির কথা উঠলে Renault Triber সেখানে বেশ নাম কুড়িয়েছে। ফরাসি কোম্পানিটি মাত্র ৫.৯২ লক্ষ টাকায় দারুণ গাড়ি লঞ্চ করেছে ভারতের বাজারে। গাড়িটির মাইলেজও দারুণ, কারণ প্রতি লিটারে সেটি ২৩ কিমি ছুটতে পারে। উল্লেখ্য গাড়িটির 1 লিটার পেট্রোল ইঞ্জিন ৭২ PS শক্তি এবং ৯৬ Nm টর্ক উৎপন্ন করে। ভারতীয় পরিবারের জন্য আদর্শ এই চারটি 7 সিটারের গাড়ি, কেনার হলে দেখুন বিস্তারিত

Maruti Suzuki Ertiga: দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারকের Maruti Suzuki এর Ertiga MPV বলতে গেলে এই সেগমেন্টের লিডার। ২০ কিমি মাইলেজের সাথে ৮.৩৫ লক্ষ টাকায় পাওয়া যায় গাড়িটি। ৫ এবং ৭, এই দুই আসনের অপশনে Ertiga বিক্রি হয়। সেখানে যে ডিজেল ইঞ্জিন রয়েছে তা মোট ১০৩ PS শক্তি এবং ১৩৭ Nm টর্ক উৎপন্ন করে। ভারতীয় পরিবারের জন্য আদর্শ এই চারটি 7 সিটারের গাড়ি, কেনার হলে দেখুন বিস্তারিত

Mahindra Bolero এবং Bolero Neo: Bolero এবং তার নতুন ভার্সন Bolero Neo গাড়িটি বড় পরিবারের জন্য আদর্শ। একসাথে বহু মানুষ যেতে পারেন এই গাড়ির মাধ্যমে। Neo ভার্সনে আবার Scorpio-N এর ইঞ্জিন দিয়েছে Mahindra, তাই পারফরম্যান্স নিয়েও সন্দেহের অবকাশ নেই। গাড়িটির জন্য ন্যূনতম ৯.৫৩ লক্ষ টাকা খরচ করতে হবে। ভারতীয় পরিবারের জন্য আদর্শ এই চারটি 7 সিটারের গাড়ি, কেনার হলে দেখুন বিস্তারিত

About Author