TRENDS
Advertisement

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?

ভারতের বাজার দখলে আসছে পাঞ্চ থেকে শুরু করে ক্রেটার নতুন ভার্সন। Volvo এবং Audi এর নতুন বৈদ্যুতিক গাড়িও বাজারে আসছে আগস্ট মাসেই

Published By: Ritwik | Published On:

দেশের বাজারে শীঘ্রই একগুচ্ছ গাড়ি লঞ্চ করতে চলেছে বিভিন্ন সংস্থা। আগস্ট মাসে বেশ কয়েকটি গাড়ি নিয়ে ব্যপক উচ্ছাস রয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎচলিত গাড়ি থেকে শুরু করে CNG সবই। গ্রাহকদের পছন্দমত গাড়ি আসছে দেশের বাজারে। কিন্ত কোন কোন গাড়ি লঞ্চ হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক।Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) Tata Punch CNG :

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?দেশের সবচেয়ে কমদামী এবং সুরক্ষাবহুল গাড়ি পাঞ্চ। EV এবং পেট্রোল ভার্সনের পর এবার সেটির CNG ভেরিয়েন্ট আসতে চলেছে ভারতের বাজারে। জানা যাচ্ছে যে, ৮ লক্ষ টাকা থেকেই সেটির দাম শুরু হতে পারে।

২) Volvo C40 Recharge :

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?সুরক্ষার বিয়য়ে অতি-তৎপর এই সুইডিশ চাইনিজ কোম্পানি। বছরের পর বছর ধরে সুরক্ষার ক্ষেত্রে গাড়ির মার্কেটে নিজেদের প্রতিষ্ঠা করেছে Volvo। আর খুব শীঘ্রই তারা নিজেদের বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে ভারতের বাজারে। XC40 Recharge গাড়িটি একবার ফুল চার্জে ৫৩০ কিলোমিটার ছুটতে পারে এবং সেটির সর্বোচ্চ ক্ষমতা রয়েছে ৪০৮ হর্সপাওয়ার।

৩) Toyota Rumion :

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?Toyota Innova Hycross এর ওপর ভিত্তি করে বাজারে আসে নতুন সুজুকি Invicto লঞ্চ হয়েছে বাজারে। এবার Maruti Suzuki Ertiga এর ওপর ভিত্তি করে Toyota তাদের Rumion গাড়িটি লঞ্চ করতে চলেছে বাজারে। যদিও সামান্য ডিজাইনে পরিবর্তন ছাড়া আর খুব বেশী পার্থক্য দেখা যাবে বলে মনে হচ্ছেনা।

৪) Audi Q8 E-Tron :

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?আগামী ১৮ আগস্ট ধুমধামের সাথে ভারতে লঞ্চ হবে Audi এর নতুন E-Tron। ফেসলিফ্ট ভার্সনে থাকছে একদম নতুন কিছু অত্যাধুনিক ফিচারস। আর গাড়িটি ৯৫ থেকে ১১৪ kWh পর্যন্ত ব্যাটারি বিকল্পের সাথে আসতে চলেছে। সর্বোচ্চ ৬০০ কিমি অবধি রেঞ্জ দিতে পারে নতুন E-Tron। গাড়িটির সর্বোচ্চ শক্তি ৪০৮ হর্সপাওয়ার এবং টর্ক থাকবে ৬৬৪ নিউটন মিটার।

৫) Hyundai Creta Adventure :

Upcoming Cars : CNG থেকে EV, এই মাসেই দেশের বাজারে লঞ্চ হবে ৫ টি ধাসু গাড়ি, কিনবেন নাকি?Hyundai ভারতের বাজারে Creta এর অ্যাডভেঞ্চার এডিশন লঞ্চ করতে চলেছে। সাথে Alcazar গাড়িটিরও অ্যাডভেঞ্চার ভার্সন লঞ্চ করেছে। Exter এর মতই খাকি এডিশন নিয়ে আসছে Hyundai।

About Author