TRENDS
Advertisement

উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন

বিক্রির রেকর্ড গড়ছে ৭ আসনের গাড়িগুলো, আগের বছরের তুলনায় ৪০% বেশি গাড়ি বিক্রী করেছে কোম্পানিগুলো। সেরা কিন্তু এই ৫টি

Published By: Ritwik | Published On:

ভারতের অন্দরে বড় গাড়ির বাজার অর্থাৎ 7 আসনের গাড়ির বাজার যথেষ্টই বড়। পারিবারিক গাড়ি কেনার জন্য আজও 7 আসনের বৃহদাকার গাড়ি মানুষের ভারী পছন্দের। এক্ষেত্রে বড় বড় দামী গাড়ি যেমন Land Rover Defender, BMW X7 ইত্যাদির জায়গায় Ertiga অথবা Bolero ইত্যাদির মতো গাড়ি বেশি বিক্রি হয়। নিচে দেখে নিন সেরা পাঁচটে গাড়ি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Maruti Suzuki Ertiga: উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারকের Maruti Suzuki এর Ertiga MPV বলতে গেলে এই সেগমেন্টের লিডার। ২০ কিমি মাইলেজের সাথে ৮.৪৯ লক্ষ টাকায় পাওয়া যায় গাড়িটি। আগস্ট মাসে মোট ১২,৩১৫টি Ertiga বিক্রি হয়েছে।

2) Mahindra Bolero এবং Bolero Neo: উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন Bolero এবং তার নতুন ভার্সন Bolero Neo গাড়িটি বড় পরিবারের জন্য আদর্শ। একসাথে বহু মানুষ যেতে পারেন এই গাড়ির মাধ্যমে। Neo ভার্সনে আবার Scorpio-N এর ইঞ্জিন দিয়েছে Mahindra, তাই পারফরম্যান্স নিয়েও সন্দেহের অবকাশ রইল না। গত আগস্ট মাস ৯০৯২ টি Bolero বিক্রি হয়েছে।

3) Mahindra Scorpio: উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন Scorpio গাড়িটির কথা না বলে উপায় নেই। সাথে আবার তার দোসর জুড়েছে Scorpio-N। Scorpio Classic এর দাম পড়বে ১৩ থেকে ১৬.৮১ লক্ষ টাকা। Scorpio-N গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে ১৩.০৫ লক্ষ টাকা থেকে ২৪.৫২ লক্ষ টাকা। গত বছরের তুলনায় ৪০% বিক্রি বেড়েছে। আগস্ট মাসে ৯৮৯৮টি Scorpio বিক্রি হয়েছে বাজারে।

4) Mahindra XUV 700: উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন 7-সিটার SUV-এর কথা বললে, মাহিন্দ্রার নাম না নিয়ে উপায় নিউ। XUV 700 এমন একটি গাড়ি যা পরিবারের জন্য আদর্শ। আরামদায়ক এবং হাই পারফর্মিং গাড়ি এটি। ১৭.২০ লক্ষ টাকা থেকে মিলবে XUV 700। পেট্রোল এবং ডিজেল, উভয় ভ্যারিয়েন্টে রয়েছে গাড়িটি। গত বছরের তুলনায় ৮% বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ৬৫১২ তে।

5) Toyota Innova crysta: উৎসবের মরশুমে পরিবারের সাথে ঘুরতে 7 সিটারের এই ৫টি গাড়িই সেরা, ফিচারস এবং দাম দেখে নিন ৭ আসনের গাড়িতে Toyota থাকবেনা তা হয় নাকি। তাদের Innova সিরিজের গাড়িগুলো বিখ্যাত নিজেদের পারফরম্যান্স এবং আরামের জন্য। ২.৪ লিটারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন সমেত গাড়িটির দাম শুরু হচ্ছে ১৯.১৩ লক্ষ টাকা থেকে। ৪৪% বিক্রি বেড়ে আগস্টে ৮,৬৬৬ টি গাড়ি বিক্রি হয়েছে।

জানিয়ে রাখি যে, Ertiga এর বিক্রি বেড়েছে ৩২%, Scorpio ৪০%, Bolero মাত্র ১৩%, XUV 700 ৮% এবং Innova ৪৪% বিক্রি বেড়েছে।

About Author