ভারতের অন্দরে বড় গাড়ির বাজার অর্থাৎ 7 আসনের গাড়ির বাজার যথেষ্টই বড়। পারিবারিক গাড়ি কেনার জন্য আজও 7 আসনের বৃহদাকার গাড়ি মানুষের ভারী পছন্দের। এক্ষেত্রে বড় বড় দামী গাড়ি জায়গায় Ertiga অথবা Bolero ইত্যাদির মতো বাজেট গাড়িই বেশি বিক্রি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক দেশের সেরা পাঁচটি 7 সিটার গাড়ি কোনগুলো
Mahindra Bolero Neo
Bolero Neo সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 7 আসনের গাড়ি। SUV ক্যাটেগরির এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে মাত্র 9.63 লক্ষ টাকা।
Mahindra Bolero
Bolero Neo এর মত একই 7 আসনের গাড়ি। সামান্য পার্থক্য অবশ্য রয়েছে। এই গাড়ির দাম মাত্র 9.79 লক্ষ টাকা।
Citroën C3 Aircross
কিছুদিন আগেই গাড়িটি এসেছে দেশের বাজারে। 7 আসনের লেটেস্ট SUV এর দাম 11.69 লক্ষ টাকা। এই গাড়িতে 3 সারি আসন রয়েছে বসার জন্য।
Mahindra Scorpio Classic
বিগত বহু বছর ধরে Scorpio গাড়িটি ভারতে সেবা দিয়ে আসছে। আজও এই গাড়ির প্রতি মানুষের আলাদাই টান লেটেস্ট Scorpio-N বাজারে এলেও Scorpio Classic এর চাহিদা, ডিজাইন আজও অমলিন। 13.25 লক্ষ্য টাকার এক্স শোরুম দামে উপলব্ধ Scorpio Classic।
Mahindra Scorpio-N
Mahindra এর লেটেস্ট গাড়ি Scorpio-N। 13.26 লাখের এই গাড়ি দেখতে যেমন দারুণ তেমনই এখানে নানান সুবিধার ফিচারসও রয়েছে। 7 আসনের SUV টিতে 4WD, 5 Star Crash Test ইত্যাদির মতো নানান সুবিধা রয়েছে।