Read In
Whatsapp
Car News

Best 5 SUV in India : দেশজুড়ে চাহিদা তুঙ্গে এই ৫ SUV-র, গাড়ি প্রেমীরা একনজরে দেখে নিন

বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার। আর সেই বাজারের ভাগ পেতে বিশ্বের তাবৎ সংস্থা ভারতে এসে হাজির হয়েছে। একটা সময় ভারতে SUV এর তেমন চাহিদা থাকেনি বটে, কিন্তু মানুষের আয় বাড়তে থাকায় ফুলেফেঁপে উঠছে SUV গাড়ির বাজার। আর এক্ষেত্রে বদল আনতে নিম্নোক্ত গাড়িগুলোর অবদান বেশ উল্লেখযোগ্য।

১) Tata Punch : গত ২০১৯ সালে লঞ্চ হয় টাটা পাঞ্চ। মাইক্রো SUV সেকশনের চমৎকার গাড়িটি লঞ্চ করে বেশ চমক দেয় টাটা মোটরস। শক্তিশালী ইঞ্জিনের সাথে সাথে সুরক্ষা ব্যবস্থাও অসাধারণ। 5 স্টার সুরক্ষার সাথে গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র ৫.৯৯ লক্ষ টাকা থেকে।

২) Mahindra Thar : গাড়িপ্রেমীদের কাছে সর্বদাই পছন্দের গাড়ি থার। সেই ২০১০ সালে গাড়িটি লঞ্চ হয়, আর তারপর থেকেই বেশ উত্তেজনা তৈরী হয়। যদিও গাড়িটি আজকের জনপ্রিয়তা পায় ২০২৯ সাল নাগাদ। থার গাড়িগুলোর দাম শুরু হয় ৯.৯৯ লক্ষ থেকে।

৩) Hyundai Creta : ভারতে Hyundai এর সবচেয়ে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে একটি এই Creta। সুরক্ষা, বৈশিষ্ট্য সব দিক থেকেই বহু গ্রাহকের ফার্স্ট চয়েস Hyundai Creta। গাড়িটির দাম শুরু হচ্ছে ১০.৮৭ লক্ষ টাকা থেকে।

৪) Maruti Suzuki Jimny : Jimny গাড়িটি বাজারে বেশ ঝড় তুলেছে। 5 ডোর ভার্সনের গাড়িটি বাজারে দারুণ জনপ্রিয়তা লাভ করে। অফ-রোডিং ক্ষমতার সাথে Suzuki Jimny 5 Door গাড়িটির দাম শুরু হচ্ছে ১২.৭৪ লাখ থেকে।

৫) Mahindra Scorpio-N : SUV ক্ষেত্রে ভারতের সর্বাধিক বিক্রীত গাড়ি Scorpio। আর এই গাড়ির বেশ কয়েকটি ভার্সন রয়েছে। যার মধ্যে Scorpio-N সবচেয়ে বেশি জনপ্রিয়। গাড়িটির লুক এবং স্পোর্টি ফ্যাক্টরের কারণে ২০২২ সালে গাড়িটি লঞ্চ হওয়ার পর কয়েক মিনিটেই ২৫,০০০ বুকিং জমা পড়ে! Scorpio-N এর দাম শুরু হয় ১৩.০৫ লক্ষ টাকা থেকে।

Back to top button