Read In
Whatsapp
Car News

10 লাখের বাজেটে সেরা পাঁচটি গাড়ি এগুলোই! টাটা থেকে মারুতি, এগুলোই সেরা গাড়ির তালিকা

ভারতের গাড়ির বাজারে এখনো অবধি 10 লাখের বাজেটের গাড়ির বিক্রিই বেশি। এক্ষেত্রে হ্যাচব্যাক, SUV এবং সেডানের মতো বিভিন্ন গাড়ি থাকলেও সেরা কোনগুলো তাই খুঁজে বের করেছে আমাদের এক্সপার্ট টিম। তাহলে চলুন আজ দেখে নেওয়া যাক 10 লাখের বাজেটে সেরা পাঁচটি গাড়ি

Tata Nexon
মাত্র 8.10 লাখের বাজেটে দারুণ গাড়ি নিয়ে এসেছে Tata motors। Nexon এ রয়েছে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন, ছয়টি এয়ারব্যাগ এবং একটি ইলেকট্রিক সানরুফ।

Maruti Brezza

Maruti Brezza

Maruti Brezza এর দাম শুরু হয়েছে 8.29 লক্ষ টাকা থেকে। গাড়িটির বিভিন্ন মডেলে 17.38 থেকে 25.51 kmpl পর্যন্ত মাইলেজ রয়েছে। 5-আসনের SUV তে ম্যানুয়াল এবং অটোম্যাটিক উভয় ট্রান্সমিশনই রয়েছে।

Maruti Ciaz
Maruti Ciaz গাড়িটিও দারুণ অপশন হতে পারে। Ciaz এ রয়েছে 1462cc পেট্রোল ইঞ্জিন। 510 লিটারের একটি উদার বুট স্পেস সহ গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 9.30 লক্ষ টাকা। Ciaz গাড়িতে মাইলেজ রয়েছে 20.65 kmpl।

Citroen C3 Aircross
Citroen C3 এয়ারক্রস গাড়িটির দাম শুরু হচ্ছে 9.99 লক্ষ টাকা থেকে। 5 এবং 7-সিটার উভয় কনফিগারেশনের সাথে আসে C3 Aircross। শক্তিশালী 1199cc পেট্রোল ইঞ্জিন গাড়িটিকে শক্তি জোগাচ্ছে।

Tata Tiago EV

Tata Tiago EV এর প্রায় সমস্ত ভ্যারিয়েন্ট রয়েছে 10 লাখের বাজেটে। XE, XT, XZ+, এবং XZ+Tech Lux-এর মতো ভেরিয়েন্টে কিনতে পারেন আপনি। 19.2 kWh এবং 24 kWh-এর ব্যাটারি প্যাকের সাথে গাড়িটির দাম শুরু হয় 8.69 লক্ষ টাকা থেকে। টপ স্পেক মডেলের দাম রয়েছে 12.04 লক্ষ টাকা পর্যন্ত।

Back to top button