ভারতের গাড়ির বাজার আরো উত্তেজনাপূর্ন হতে চলেছে। আগামী কিছু সময়ের মধ্যে আসছে সেরা চারটি গাড়ি। তাই আপনিও যদি নতুন গাড়ি কেনার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আসন্ন 2024 সাল খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আসন্ন সেরা চারটি গাড়ি কোনগুলো।
1) Hyundai Creta facelift
2024 সালের শুরুতেই ভারতের বাজারে Creta-এর একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ হবে। নতুন ডিজাইনের হেডল্যাম্প, বাম্পার এবং LED ডেটাইম রানিং লাইট সহ বাহ্যিক ডিজাইনেও অনেক আপডেট আসবে। গাড়িতে আপডেটেড বনেট, কানেক্টেড LED টেইল ল্যাম্প, নতুন অ্যালয় হুইল এবং একটি নতুন পেইন্ট স্কিম দেখা যাবে।
2) The new generation Maruti Suzuki Swift
মারুতি সুজুকি নতুন প্রজন্মের জনপ্রিয় সুইফট মডেল লঞ্চ করতে চলেছে। নতুন প্রযুক্তি এবং ডিজাইন আপডেট সহ বাজারে আসছে গাড়িটি। নতুন 1.2L Z-সিরিজের তিন-সিলিন্ডার হালকা-হাইব্রিড পেট্রোল ইঞ্জিন থাকবে নতুন Swift গাড়িতে।
3) Tata Curvv EV
আগামী বছরের প্রথমার্ধে Tata তাদের নতুন কার্ভ ইভি লঞ্চ করার পরিকল্পনা করছে। গাড়িটি বৈদ্যুতিক ইঞ্জিন এবং জ্বালানি চালিত ইঞ্জিন, উভয় বিকল্পের সাথে পাওয়া যাবে। উল্লেখ্য EV মডেলটি একবার চার্জে 550 কিলোমিটারের বেশি ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম হবে।
4) Kia Sonet facelift
2024 সালে ভারতীয় বাজারে KIA তাদের বিলাসবহুল গাড়ি সনেট লঞ্চ করবে। নতুন গাড়িতে বাহ্যিক ডিজাইন নানান আপডেট থাকবে। সাথে গাড়ির
কেবিনটিও একটি নতুন চেহারা পাবে এবং সেখানে একটি নতুন ডিজাইনের টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দিতে পারে কিয়া।