Read In
Whatsapp
Car NewsElectric Vehical

ইলেকট্রিক কার কিনতে চান? দেখতে পারেন এই ৫ টি সেরা গাড়ি! প্রতি মাসে বাঁচাতে পারবেন হাজার হাজার টাকা

দেশে ধীরে ধীরে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বহর। ইলেক্ট্রিক স্কুটার তো অহরহ দেখা যায়, সেইসাথে বেড়েছে ইলেক্ট্রিক বাইকের বিক্রি। নতুন ইলেক্ট্রিক চারচাকাও বাজার বেশ ভালই দখল করেছে। ধীরে ধীরে কিছুটা হলেও পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির বিক্রি কমে EV অর্থাৎ Electric Vehicle এর বিক্রি বেড়েছে। বহু মানুষ এখন ইলেক্ট্রিক গাড়ি কিনছেন। এবার আপনিও যদিও EV কেনার পরিকল্পনা করছেন তাহলে কোন গাড়িটি আপনার জন্য সেরা হতে পারে ভাবছেন তো? চলুন জানাচ্ছি আপনাদের।

1)MG Comet EV
দাম : 7.98 লক্ষ টাকা থেকে 9.98 লক্ষ টাকা
MG মোটরসের কমেট গাড়িটি দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি। 17.3kWh ক্ষমতার ব্যাটারি প্যাকের সাথে আসে গাড়িটি। একবার সম্পূর্ন চার্জে গাড়িটি 230 কিমি ছুটতে পারে। MG কমেটে রিয়ার-হুইল ড্রাইভ বৈদ্যুতিক মোটর রয়েছে যা 42bhp শক্তি এবং 110Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

2) Tata Tiago EV
দাম : 8.69 লক্ষ টাকা থেকে 11.99 লক্ষ টাকা
খুব বেশীদিন হয়নি এই EV বাজারে এসেছে আর তারমধ্যেই ব্যপক জনপ্রিয় হয়ে ওঠেছে গাড়িটি। সস্তা হওয়ার সাথে সাথে উন্নত সুরক্ষা এবং সেফটি পেয়ে যাবেন আপনি। দামের ভিন্নতার কারণে 19.2kWh এবং 24kWh, এই দুটি ব্যাটারি প্যাকে গাড়িটি পেয়ে যাবেন। তাই ব্যাটারি প্যাকের সাইজ অনুযায়ী আপনি রেঞ্জ পেয়ে যাবেন 250 কিমি এবং 315 কিমি। উল্লেখ্য, Tata Tiago 74 bhp শক্তি এবং 114Nm টর্ক জেনারেট করতে পারে। 8.69 লক্ষ থেকে 11.99 লক্ষ টাকায় গাড়িটি কিনতে পারেন আপনি।

3) Tata Nexon EV :
দাম : 14.49 লক্ষ থেকে দাম শুরু
বাজারে এই গাড়িটি বিক্রির নয়া রেকর্ড তৈরি করেছে। Nexon এই মুহূর্তে ভারতের সর্বাধিক বিক্রিত EV। গাড়িতে 30.2kWh এর ব্যাটারি প্যাক আপনাকে 350 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এছাড়া শক্তিশালী বৈদ্যুতিক মোটরটি 127bhp শক্তি এবং 245Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

4) Citroën EC3
দাম : 11.50 লক্ষ টাকা থেকে 12.76 লক্ষ টাকা
বেশ কম দামেই মিলছে Citroën EC3 Citroën EC3। দাম কম হলেও রয়েছে একগুচ্ছ শক্তিশালী ফিচারস। গাড়িতে থাকা ব্যাটারি প্যাক একবার সম্পূর্ন চার্জে 320 কিমি অবধি যেতে পারে। Citroën এর বৈদ্যুতিক মোটর 57bhp শক্তি এবং 143 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

5) Tata Tigor EV
দাম : 12.49 লক্ষ টাকা থেকে 13.75 লক্ষ টাকা
Tata Tigor EV দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক সেডান। গাড়িতে থাকা বৈদ্যুতিক মোটর মোট 74 Bhp শক্তি এবং 170 Nm টর্ক জেনারেট করতে পারে। এই গাড়িতে একটি 26 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা আপনাকে 315 কিমি রেঞ্জ দিতে পারবে।

Back to top button