Read In
Whatsapp
Car News

Best 5 7 Seater Car : এগুলোই 2023 সালে বিক্রি হওয়া সেরা 5 সেভেন-সিটার, তালিকায় লম্বা ঝাঁপ মাহিন্দ্রার পিছিয়ে Maruti Suzuki 

2023 সালে Compact এবং মাঝারি আকারের SUV সেগমেন্ট বড় ঝাঁপ দিয়েছে। গাড়ির বাজার বাড়ার সাথে সাথে এই সেগমেন্ট অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। এই সময় আবার জনপ্রিয় হয়েছে সাত আসনের গাড়িগুলো। Compact SUV গুলোর বাজার যেমন বেড়েছে তেমনই বিক্রি বেড়েছে 7 আসনের গাড়ির। আজ আমরা জানাবো এই সেগমেন্টে কোন কোন গাড়ি ভালো পারফর্ম করেছে। Kia Carnival

7 আসনের সেগমেন্টে টপ পজিশন হাসিল করেছে Maruti Suzuki Ertiga। গাড়িটি বিক্রয় অবস্থানের শীর্ষে রয়েছে। 2023 সালে মোট 1,29,968 ইউনিট Ertiga বিক্রি হয়েছে। কিন্তু গত 2022 সালের তুলনায় বিক্রি কমেছে 3% (2022 সালে মোট 1,33,814 ইউনিট Ertiga বিক্রি হয়)। উল্লেখ্য মারুতি সুজুকি একটি Compact MPV নিয়ে কাজ করছে যা Ertiga এর নীচে অবস্থান করবে। 

Marutisuzuki Ertiga Zxiplus20222023 638290655320366517

মারুতি সুজুকির নতুন MPV এর প্রধান প্রতিযোগী রেনল্ট ট্রাইবার এবং আসন্ন ট্রাইবার ভিত্তিক নিসান MPV। জাপানে বিক্রি হওয়া Spacia-এর উপর ভিত্তি করে তৈরি করা হবে এবং 2027 সালের মধ্যে ভারতে লঞ্চ হবে। Ertiga এর পরেই রয়েছে দেশীয় কোম্পানি Mahindra এর Scorpio। 2023 সালে মোট 89% বিক্রী বেড়েছে স্করপিও গাড়িটির। 

2023 সালে সেরা 5 7-সিটার (YoY) 2023 সালে বিক্রয় 2022 সালে বিক্রয়
1. মারুতি সুজুকি এরটিগা (-3%) 1,29,968 1,33,814
2. Mahindra Scorpio (89%) 1,21,420 64,179
3. মাহিন্দ্রা বোলেরো (15%) 1,08,319 94,332
4. টয়োটা ইনোভা (49%) 84,073 56,569
5. Mahindra XUV700 (14%) 74,434 65,371

 

ওপরের তালিকা থেকে স্পষ্ট যে, লম্বা ঝাঁপ দিয়েছে মাহিন্দ্রার Scorpio। Scorpio N এবং Scorpio Classic, এই দুই গাড়ির সম্মিলিত বিক্রয় ছিল 64,179 ইউনিট। সেখানে 2023 সালে এটিই বেড়ে দাঁড়িয়েছে 1,21,420 ইউনিটে। তৃতীয় স্থানে রয়েছে মাহিন্দ্রার Bolero। 84,073টি Bolero বিক্রি হওয়ার সাথে সাথে গাড়িটির বিক্রি বেড়েছে 15%।

Xuv700 Exterior Right Front Three Quarter 3

 Toyota Innova Hycross এবং Innova Crysta গাড়ি দুটিও লম্বা ঝাঁপ দিয়েছে। দুই গাড়ি মিলিয়ে কোম্পানির বিক্রি বেড়েছে 49%। 2023 সালে দুই মডেল মিলিয়ে টয়োটা মোট 84,073 টি গাড়ি বিক্রি করেছে। পঞ্চম স্থানে রয়েছে Mahindra XUV 700। 74,434 টি গাড়ি বিক্রির সাথে সাথে মোট বিক্রি বেড়েছে 14%। 

Back to top button