গাড়ি কেনার সময় ফিচারস, ইঞ্জিনের কর্মক্ষমতা ইত্যাদি সহ বহু বিষয় মাথায় রাখতে হয়। কিন্তু বর্তমান সময়ে গাড়ি কিনতে যাওযার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ন হয়ে ওঠেছে সেটির সুরক্ষা ব্যবস্থা। আর এই সুরক্ষা ব্যবস্থা নির্ধারণ করার জন্য রয়েছে NCAP নামের সংস্থাটি। আজকে আমরা জানাবো G-NCAP দ্বারা 5টি সবচেয়ে খারাপ রেটিং পাওয়া গাড়ি (5 Worst Rated Cars) কোনগুলো।
1) Mahindra Scorpio Classic
ভারতের অন্যতম জনপ্রিয় SUV এটি। কিন্তু Scoprio Classic Global NCAP রেটিংয়ে ভালো ফলাফল পায়নি। G-NCAP ক্র্যাশ টেস্টে জিরো স্টার পেয়েছে গাড়িটি।
2) Hyundai Eon
G-NCAP ক্র্যাশ টেস্টের সবচেয়ে বাজে পারফর্মিং গাড়ির একটি Eon। লো বাজেট সেগমেন্টে আসা গাড়িটির দুর্বল ডিজাইনের কারণে ড্রাইভার এর বুক এবং হাঁটুতে বড় আঘাত আসবে Eon গাড়িতে।
3) Maruti Suzuki Celerio
মারুতি সুজুকির এই গাড়িটি বিক্রির রেকর্ড গড়লেও সুরক্ষা বিভাগে একদম পিছনে রয়েছে। Airbag ছাড়া Celerio গাড়িটি প্রাপ্তবয়স্কদের জন্য শুন্য স্টার এবং শিশুদের সুরক্ষার জন্য ওয়ান স্টার পেয়েছে।
4) Renault Kwid
Kwid গাড়িটি ভারতীয় বাজারের অন্যতম জনপ্রিয় গাড়ি। Kwid এর ব্যবহারিকতা, সাশ্রয়ী মূল্য এবং উন্নত পরিষেবার কারণে এই স্থান পেয়েছে সেটি। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে Kwid অনেকখানি পিছনে রয়েছে। Airbag সহ এবং ছাড়া উভয় ক্ষেত্রেই Kwid মাত্র 1 স্টার পেয়েছে।
5) Tata Nano
ভারতীয় বাজারের সবচেয়ে সস্তা গাড়ি ছিল Nano। যদিও গাড়িটি এখন আর বিক্রি হয়না, টাটা মোটরস নিজেই গাড়িটির বিক্রি বন্ধ করে দিয়েছে। Tata Nano সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে ভারতের বাজারে লঞ্চ হয়। G-NCAP ক্র্যাশ টেস্টে Nano শুন্য তারা হাসিল করেছে।