TRENDS
Advertisement

CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি

গাড়ি কেনার আগে ভাবছেন কোন গাড়ি নেবেন? দেখে নিন মার্কেটের সেরা মাইলেজের ছয়টি গাড়ি

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে একগুচ্ছ গাড়ি রয়েছে। গাড়ি কেনার সময় গুরুত্বপূর্ন হয়ে পড়ে পছন্দের বাহনটির মাইলেজ কতখানি। পেট্রোল চালিত গাড়ির মাইলেজ সম্পর্কে আগেই জানিয়েছি আজ আমরা সেরা পাঁচটি CNG গাড়ির সম্পর্কে বলতে চলেছি। বাজারের সেরা মাইলেজের পাঁচটি গাড়ি এগুলোই।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Alto K10 CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি 
Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সনে 30 থেকে 35 কিমি মাইলেজ দেয়।

2) Maruti S-Presso CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি  
লো বাজেটের এই গাড়িটি সিএনজি এবং পেট্রোল উভয় বিকল্পই উপলব্ধ। পেট্রোল ভার্সনে 25 kmpl এবং CNG তে 32.73 km/kg মাইলেজ দেয়। গাড়িটির দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম রয়েছে 6.12 লক্ষ টাকা। গাড়িতে থাকা 1.0-লিটারের পেট্রোল ইঞ্জিন মোট 66 bhp শক্তি উৎপন্ন করে।

3) Maruti Eeco CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি   
Maruti Eeco বাজারের বেস্ট সেলিং MPV। এই গাড়িতে একইসাথে সাতজন পর্যন্ত বসতে পারে। মারুতির 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন লাগানো রয়েছে। যা কিনা সিএনজিতেও চলতে পারে। Maruti Eeco-এর CNG ভেরিয়েন্ট 20.88 km/kg এর মাইলেজ দেয়। Maruti Eeco CNG-এর এক্স-শো-রুম দাম শুরু হয় Rs. 5.25 লক্ষ টাকা থেকে।

4) Maruti Suzuki Celerio CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি  
গাড়ির CNG ভার্সনটির মাইলেজ দারুণ। প্রতি কেজি CNG এর জন্য 35 কিমি ছুটতে পারে গাড়িটি। 5 আসনের গাড়িটির দাম রয়েছে 5.65 লক্ষ টাকা থেকে 7.14 লক্ষ টাকা। গাড়িতে এয়ারব্যাগ, ABS ইত্যাদির মতো ফিচারস রয়েছে। এছাড়া 31 আগস্ট পর্যন্ত গাড়িটির ওপর 55000 টাকার ছাড়ের ঘোষণাও করেছে মারুতি সুজুকি।

5) Hyundai Santro CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি 
Hyundai তাদের প্রিমিয়াম হ্যাচব্যাকটি বেশ কয়েকবছর হলো বাজারে লঞ্চ করেছে। এখানে 1.1-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা দারুণ শক্তিশালী। Santro গাড়িটি CNG ভার্সনের মাইলেজ 30 km/kg। যা মারুতির জানান CNG গাড়ির থেকে কম হলেও খারাপ মাইলেজ না। হুন্ডাই স্যান্ট্রো সিএনজির এক্স-শো-রুম দাম শুরু হয় 4.90 লক্ষ টাকা থেকে।

6) Maruti Suzuki Wagon R CNG ভার্সনের এই ৬টি গাড়িতেই পাবেন বাম্পার মাইলেজ, গাড়ি কেনার আগে দেখুন খুঁটিনাটি 

Wagon R গাড়িটির সিএনজি এবং পেট্রোল উভয় সংস্করণ বিক্রি হচ্ছে বাজারে। সিএনজি ভার্সন মাইলেজ দেয় 34 কিমির এছাড়া পেট্রোল ভার্সনে আপনি 25 কিমি মাইলেজ দেখতে পাবেন। 5.54 লক্ষ টাকা থেকে দাম শুরু হচ্ছে Wagon R এর। নিরাপত্তার জন্য, এটি হিল হোল্ড অ্যাসিস্টের মতো ফিচারসও রয়েছে এই গাড়িতে।

About Author