বর্তমানে গাড়ির সুরক্ষা ফিচারস খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে গ্রাহকদের কাছে। এক্ষেত্রে বিল্ড কোয়ালিটি থেকে সেফটি ফিচারস সবই জরুরী বিষয় হয়ে ওঠেছে। আর গাড়ি গুলোকে সুরক্ষা রেটিং দেওয়ার জন্য রয়েছে গ্লোবাল এনক্যাপ (Global N-CAP) নামের এক সংস্থা। সেখানে শুন্য থেকে 5Star রেটিং দেওয়া হয় বিভিন্ন গাড়িকে। আজ আমরা আপনাদের 5 গাড়ির সম্পর্কে জানাবো যেখানে বাজেটের মধ্যেই 5 স্টার সেফটি রেটিং পাওয়া যায়।
Tata Nexon
বিগত দুই মাস অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরে বেস্ট সেলিং গাড়ি ছিল টাটা নেক্সন। শুধু নভেম্বরেই 14,916টি এমন গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। এই গাড়ি বিক্রি হওয়ার পিছনে বড় কারণ তার সেফটি রেটিং। G-NCAP টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে 8.10 লক্ষ টাকার Tata Nexon।
Tata Punch

একদম এক বাজেটেও যে দুর্দান্ত সুরক্ষা ফিচারস দেওয়া যায় তা Punch কে না দেখলে বোঝাই যেত না। গত মাসে মোট 14, 383টি Punch বিক্রি হয়েছে বাজারে। SUV এর তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ি পাঞ্চ। 5স্টার সেফটি রেটিং সহ গাড়িটির দাম 6 লক্ষ টাকা।
Mahindra Scorpio
বহু বছর ধরে ভারতের বাজারে বিক্রি হচ্ছে Scorpio। এতদিন গাড়িটির সেফটি ফিচারস তেমন বেশি না থাকলেও লেটেস্ট সেফটি রেটিং অনুযায়ী 5 স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে Scorpio। গত নভেম্বরে মোট 12,185 ইউনিট Scorpio বিক্রি হয়েছে। গাড়িটির বর্তমান এক্স শোরুম দাম 16.20 লক্ষ টাকা।
Mahindra XUV700
Mahindra এর আরেক বিখ্যাত গাড়ি XUV 700। এটিও 5 স্টার নিরাপত্তা ব্যবস্থার সাথে আসে। গাড়িতে রয়েছে 6টি এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর সহ একাধিক সেফটি ফিচার্স। গত মাসে মোট 7221 ইউনিট XUV 700 বিক্রি হয়েছে বাজারে। উল্লেখ্য গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 14.03 লক্ষ টাকা।
Mahindra XUV300
Mahindra এর এন্ট্রি লেভেল XUV 300 গাড়িটিও 5 স্টার নিরাপত্তা ব্যবস্থার সাথে আসে। গত মাসে 4987 ইউনিট XUV 300 বিক্রি হয়েছে বাজারে। গাড়িটির বেস মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 7.99 লক্ষ টাকা।