আর মাত্র কয়েকদিন বাকি তারপরই নতুন বছর। নয়া বছরের আগে বড় ছাড়ের ঘোষণা করছে নানান কোম্পানি। নগদ ছাড় থেকে কর্পোরেট ডিসকাউন্ট সহ নানান অফার মিলছে। CNG গাড়িতেও দারুণ কিছু ছাড় রয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি রয়েছে অফারে।
Toyota Glanza G CNG (51,000 টাকা ছাড়)
সিএনজিতে 30.61 কিমি/কেজি মাইলেজ রয়েছে Glanza। পাঁচটি আকর্ষণীয় রঙের সাথে উপলব্ধ গাড়িটি। Glanza এর এক্স শোরুম দাম রয়েছে 9.63 লক্ষ টাকা থেকে। Toyota Glanza G CNG তে 1197 cc ইঞ্জিন দিয়ে সজ্জিত যা 76.43 bhp শক্তি এবং 98.5 Nm পিক টর্ক উৎপন্ন করে৷
Hyundai Grand i10 Nios CNG (48,000 টাকা ছাড়)
মিড-সেগমেন্টে Hyundai এর সেরা গাড়িটিতে 1197 cc ইঞ্জিন রয়েছে যা 67.72 bhp শক্তি উৎপন্ন করে। সিএনজি মডেলটির এক্স শোরুম দাম 7.68 লক্ষ টাকা। সিএনজি মডেলে 27.0 কিমি/কেজি মাইলেজ পাওয়া যায়।
Hyundai Aura CNG (48,000 টাকা ছাড়)
Hyundai Aura এর বেস মডেলটির এক্স-শোরুম দাম শুরু হয় 8.23 লক্ষ টাকা থেকে। টাচস্ক্রিন, অ্যালয় হুইল, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, পাওয়ার-অ্যাডজাস্টেবল এক্সটারিয়র রিয়ারভিউ-এর মতো উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায় গাড়িতে।
এছাড়া ডিসকাউন্ট অফারের অন্যান্য গাড়ি:
Tata Tiago CNG (50,000 টাকা ছাড়)
Maruti Baleno CNG (37,000 টাকা ছাড়)
Tata Tigor CNG (55,000 টাকা ছাড়)
Maruti Swift CNG (25,000 টাকা ছাড়)