সম্প্রতি Volkswagen তাদের নতুন Taigun গাড়িটি বাজারে নিয়েছে। GT Edge Trail Edition রূপে এসেছে নতুন ভার্সন। আর এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 16.30 লক্ষ টাকা থেকে। নয়া SUV টি এখন বিক্রির জন্য তৈরি। কিন্তু কেমন হলো গাড়িটি? চলুন তাই দেখে নেওয়া যাক।
Taigun SUV-এর ট্রেইল ভেরিয়েন্টটি বেশ শক্তিশালী এবং কার্যকরী চেহারার সাথে আসে। উন্নত গ্রাফিক্স এবং ব্ল্যাক-আউট 17-ইঞ্চি অ্যালয় হুইল Taigun এর আকর্ষণ আরো বাড়িয়ে তোলে। গাড়িটি তিনটি রঙ, রিফ্লেক্স সিলভার, ক্যান্ডি হোয়াইট এবং কার্বন স্টিল গ্রের সাথে আসে।
বাইরের থেকে যেমন আকষর্ণীয় গাড়ির লুক অন্দর থেকেও তেমনই সুন্দর। জিটি এজ ট্রেইল সংস্করণে লাল অ্যাকসেন্ট সহ একটি কালো রঙের ছাপ রয়েছে। আসনগুলিতে ‘ট্রেল’ লোগো এবং লাল অ্যাম্বিয়েন্ট লাইট দেখা যাচ্ছে। বড় আকারের 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি উভয়ই সমর্থন করে। থাকছে অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল এবং একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
ইঞ্জিন পাওয়ারট্রেন:
Taigun GT Edge Trail Edition গাড়িকে শক্তি যোগাচ্ছে একটি 1.5-লিটার টার্বো-পেট্রোল TSI ইঞ্জিন। এই ইঞ্জিন 6-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত এবং সেটি 148bhp শক্তি এবং 250Nm এর পিক টর্ক জেনারেট করে। উল্লেখ্য নিরাপত্তার দিক থেকেও উল্লেখযোগ্য ফিচারস রয়েছে গাড়িতে।