Read In
Whatsapp
Car News

দাম কমল Kia Seltos এর, এবার থেকে প্রতিটি ভেরিয়েন্ট মিলছে এত টাকা ছাড়ের সাথে

KIA India সম্প্রতি তাদের সেলটোস ফেসলিফ্টের দাম কমিয়েছে। প্রতিটি ভেরিয়েন্টেই এই মূল্য হ্রাস কার্যকর হবে। গাড়িটির মিড-স্পেক HTX থেকে হাই-স্পেক GTX +(এক্স-লাইন ব্যতীত) সমস্ত ভেরিয়েন্টের জন্য 2,000 টাকার দাম কমছে। গাড়িটির পেট্রোল এবং ডিজেল, উভয় ভার্সনের জন্যই দাম কমবে এবার। কোন ভেরিয়েন্টের কত দাম রয়েছে তাও দেখে নেওয়া যাক চলুন।

HTX ভেরিয়েন্টটির দাম শুরু হচ্ছে 15.18 লক্ষ টাকা থেকে 18.18 লক্ষ টাকা পর্যন্ত যায়। HTX Plus (টার্বো-পেট্রোল এবং ডিজেল) এর দাম 18.28 লক্ষ থেকে 19.18 লক্ষ টাকা পর্যন্ত৷ GTX Plus এবং GTX Plus (S) যথাক্রমে 19.98 লক্ষ টাকা এবং 19.38 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে৷

দাম কমার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও কমে যায় গাড়িতে। ওপরে উল্লিখিত ভেরিয়েন্টগুলি চারটি উইন্ডোর জন্য একটি ওয়ান-টাচ আপ/ডাউন ফাংশন মিস করে, এবার শুধুমাত্র ড্রাইভার এই বৈশিষ্ট্যটি পাচ্ছে। অন্যদিকে সেলটোস এক্স-লাইন চারটি ওয়ান-টাচ রোলিং পাওয়ার উইন্ডোর সাথেই বাজারে আসবে।

উল্লেখ্য যে, বাজারের অন্যান্য সমস্ত ভেরিয়েন্টের দাম অপরিবর্তিত থাকছে। আগের মতই, Kia Seltos-এর ফেসলিফটেড সংস্করনের বেস ভার্সন HTE MT-এর দাম 10.90 লক্ষ টাকা থেকেই শুরু হচ্ছে। গাড়িটির হাই-স্পেক এক্স-লাইনের জন্য দাম রয়েছে 20.30 লক্ষ টাকা।
(ওপরোক্ত সমস্ত দাম এক্স শোরুম মূল্যে লেখা হয়েছে )

Back to top button