ভারতের বাজারে শীঘ্রই আসছে নতুন মারুতি সুজুকি সুইফ্ট। একগুচ্ছ নতুন ফিচারস নিয়ে বাজারে ফিরছে বেস্ট সেলার গাড়িটি। 40 kmpl মাইলেজ সহ Swift এর নতুন ভার্সন বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। নতুন গাড়িটিতে যুক্ত হয়েছে নানান অত্যাধুনিক ফিচারস। ডিজাইনেও রয়েছে বড় চমক।
মারুতি সুজুকির নতুন Swift আসছে হাইব্রিড ইঞ্জিন সহ। সেখানে থাকছে 1.02 লিটারের একটি পেট্রোল হাইব্রিড ইঞ্জিন, যা চমৎকার জ্বালানি দক্ষতা দিতে সক্ষম। আগামী বছরের শুরুতে অথবা চলতি বছর ডিসেম্বর নাগাদ গাড়িটি লঞ্চ হতে পারে। কিন্তু ফিচারসের কারণে এখনই সেই নিয়ে দারুণ হাইপ সৃষ্টি হয়েছে।
Maruti Swift 2023 এর আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনের মধ্যে রয়েছে একটি আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার, রুফ মাউন্ট স্পয়লার। নতুন সংযোজনগুলি গাড়ির সামগ্রিক আবেদনকে আরো বাড়িয়ে তোলে এবং আগের মডেলের তুলনায় Swift কে আরো উন্নত করে তোলে।
নতুন ফিচারসের সাথে Maruti Swift Hybrid বাজারে তার প্রতিযোগীদের থেকে আলাদা স্থান দখল করে। একইসাথে দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স ও প্রদান করে। আশা করা যাচ্ছে যে, গাড়িটির দাম শুরু হবে 8.30 লক্ষ টাকা থেকে। টপ স্পেক মডেলের দাম থাকবে 12.64 লক্ষ টাকা।