![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/swift-hybrid-1.jpg)
আগামী বছরই লঞ্চ হবে নতুন Swift। এই মাসের শেষেই টোকিওতে গাড়িটি প্রথমবারের জন্য সামনে আসবে। তার আগে নতুন Swift সম্পর্কে চারটি বিশেষ খবর জানা যাচ্ছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। উল্লেখ্য টোকিওতে চলতি মাসে দেখা গেলেও ভারতের বাজারে গাড়িটি আসতে আসতে আগামী বছর হয়ে যাবে।
1) নতুন গাড়িতে পেশীবহুল বনেট এবং নয়া ডিজাইন দেখা যাচ্ছে। সামনে নয়া ডিজাইনের গ্রিলও দেখতে পাবেন আপনি। গাড়ির চারপাশে কালারফুল লাইন Swift কে অনেক বেশি স্পোর্টি ডিজাইন করে তোলে।
2) ফ্রনক্স এবং নতুন ব্রেজার মতো ভেতরে বসার আসনগুলিকে একই রঙের থাকছে। সেখানে 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট থাকবে যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ 360-ডিগ্রি ক্যামেরা, অটো হেডল্যাম্প, ওয়্যারলেস চার্জিং, হেডস-আপ ডিসপ্লে, ইত্যাদি সাপোর্ট করে। স্পোর্ট ইঞ্জিন বিকল্পের গাড়ির ড্যাশবোর্ডে লাল অ্যাকসেন্ট থাকবে।
3. নতুন গাড়িতে 1.2-লিটার 4-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন মোট 90bhp শক্তি এবং 113Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি যুক্ত থাকবে 5-স্পীড ম্যানুয়াল বা 5-স্পীড AMT-এর সাথে। CNG তেও পাওয়া যাবে গাড়িটি। উল্লেখ্য বর্তমান ভার্সনের মতোই উচ্চ-দক্ষ ইঞ্জিন থাকবে যা পারফরম্যান্স এবং জ্বালানী দক্ষতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।
4. আশা করা যাচ্ছে যে, গাড়িতে 6টি এয়ারব্যাগ, ESC, এবং ABS-এর সাথে EBD থাকবে সমস্ত ভেরিয়েন্টে। দামী ট্রিমে হাই বিম অ্যাসিস্ট, টায়ার প্রেসার মনিটরিং, ISOFIX অ্যাঙ্কর পয়েন্ট, ট্র্যাকশন কন্ট্রোল, এবং হিল হোল্ড অ্যাসিস্ট থাকবে। আশা করা যাচ্ছে যে ক্র্যাশ টেস্টে আগের তুলনায় গাড়িটি ভাল ফলাফল করবে।