TRENDS
Advertisement

Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate, প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি?

কিয়া Seltos, হুন্ডাই Creta, Maruti Ertiga সহ একগুচ্ছ গাড়ির বাজারে ভাগ বসাবে হোন্ডার নতুন SUV। দেখুন কী কী ফিচারস থাকছে সেখানে

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি গাড়ি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর সেজন্য কোম্পানি গুলোও নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। আর বহু সময় পর Honda Motors তাদের SUV এনেছে বাজারে। নতুন Elevate গাড়ির মাধ্যমে প্রতিযোগীদের দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে হোন্ডা মোটরস।Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate, প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কেমন হয়েছে Elevate গাড়িটি দেখে নিন :

ইঞ্জিন ও মাইলেজ : Honda Elevate SUV তে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। বাজার চলতি অন্যান্য গাড়ির থেকে Elevate এর ইঞ্জিন অনেকখানি আলাদা। 121 ps শক্তির সাথে 145 Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। Honda Elevate SUV টির ম্যানুয়াল ভার্সনে 15.31 কিলোমিটার এবং অটোমেটিক ভার্সনে 16.92 কিলোমিটার জ্বালানি দিতে পারে।

কবে আসছে বাজারে : জানা গিয়েছে 4 সেপ্টেম্বর তারিখে ভারতে লঞ্চ হবে হন্ডা এলিভেট।

ফিচারস : 10.25 ইঞ্চি টাচস্ক্রিন, 6টি এয়ারব্যাগ, সিঙ্গেল পেন সানরুফ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) . সফট-টাচ ড্যাশবোর্ড, ডুয়াল টোন থিম ইত্যাদি সুবিধা মিলবে। এছাড়া ভারতে মোট 4টি ভেরিয়েন্টের আসবে গাড়িটি। Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate, প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি?

দাম : দাম সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রিপোর্ট অনুযায়ী, ভারতে হন্ডা এলিভেটের এক্স শোরুম দাম হতে পারে 11 লাখ টাকার আশেপাশে। এই দামে গাড়িটি হুন্ডাই ক্রেটা, মারুতি ভিটারা, টয়োটা হাইরাইডার, কিয়া সেল্টোস সহ একাধিক গাড়ির সাথে প্রতিযোগীতায় নামবে।

About Author