পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে বর্তমানে CNG গাড়ির বিক্রি বেড়েছে। বাকি সব ঠিক থাকলেও সমস্যা হলো CNG গাড়িতে তেমন শক্তি পাওয়া যায়না আর তার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাড়ির বুট স্পেস। পিছনে ইয়াব্বড় সিলিন্ডার থাকার কারণে বহুৎ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু এই দুই সমস্যারই নিয়ে এল টাটা মোটরস। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করেছে তারা।
টাটা মোটরস এর CNG গাড়িতে একটির পরিবর্তে দুটি ছোট ছোট আকারের সিলিন্ডার রয়েছে। আর তাই বুট স্পেস একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকখানি। এই ফিচারস পাওয়া যায় Tata Altroz CNG গাড়িতে। দুর্দান্ত স্টাইলিশ গাড়িটির বুট স্পেস রয়েছে 210 লিটার। তাই লাগেজ নিয়ে দীর্ঘ রুটে যাতায়াত করাও বেশ সহজ হয়ে ওঠেছে।
Tata Altroz CNG তে আপনি 30 লিটারের দুটি সিলিন্ডার পেয়ে যাচ্ছে। কোম্পানির দাবী অনুযায়ী এই প্রথম কোনো গাড়িতে দুটি সিলিন্ডার দেওয়া হচ্ছে। গাড়িটি এই সাতটি ভেরিয়েন্টে পাওয়া যায়:- XE, XE+, XM+, XT, XZ, XZ (O) এবং XZ+। Altroz এর সিএনজি ভেরিয়েন্ট 26 কিমি/কেজি মাইলেজ দেয়। সাথে 7.0 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচারস গাড়িটিকে ইন্ডাস্ট্রি লিডিং বানিয়ে তোলে।
Tata Altroz XE CNG এর বর্তমান এক্স শোরুম দাম 7.55 লক্ষ টাকা। CNG ছাড়া পেট্রোল ভার্সনের সাথে দাম শুরু হচ্ছে 6.60 লক্ষ টাকা থেকে। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 10.74 লক্ষ টাকা। উল্লেখ্য যে, পেট্রোলে চললে গাড়িটির মাইলেজ 19.33 kmpl, ডিজেলের জন্য 23.60 kmpl। ক্রুজ কন্ট্রোল, ডিজিটাল ডিসপ্লে, টিউবলেস টায়ার এবং অতিরিক্ত সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় এই বাইকে।