Maruti Suzuki এর Nexa ডিলারশিপের অধীনে থাকা Baleno গাড়িটির বিক্রি দারুণ। নিজের সেগমেন্টে সেটি বেস্ট সেলার গাড়ির মধ্যে আসে। সস্তা হওয়ার সাথে সাথে দারুণ পারফরম্যান্সের কারণেই Baleno এর চাহিদা এত বেশি। আপনি যদি ভারত সরকারের চাকুরীজীবী হয়ে থাকেন তাহলে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট (CSD) আউটলেটগুলিতে আরও সস্তায় এটিকে কেনা সম্ভব।
আপনাদের জানিয়ে রাখি যে, CSD স্টোরে গাড়িটির দাম বাজার চলতি দামের থেকে আরো 1.16 লক্ষ টাকা কম। আসলে সরকারি চাকুরীজিবীদের GST ছাড় থাকার কারণেই এত সস্তায় পাওয়া যাচ্ছে গাড়িটি। ম্যানুয়াল এবং অটোম্যাটিক উভয় ট্রান্সমিশন সহ পেট্রোল এবং সিএনজি বিকল্পের সাথে CSD-তে ব্যালেনো 9টি ভেরিয়েন্টে পাওয়া যায়। সাধারণত গাড়িটির দাম 6.61 লক্ষ টাকা থেকে শুরু হলেও CSD তে গাড়িটির দাম শুরু হয় মাত্র 5.68 লক্ষ টাকা থেকে।
গাড়িটির ফিচারস এবং স্পেসিফিকেশন দেখে নিন
Maruti Suzuki Baleno গাড়িতে Naturally Aspirated 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 88 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড ম্যানুয়াল এবং 5-স্পীড AMT গিয়ারবক্স অপশনের সাথে বাজারে আসে গাড়িটি। এছাড়া CNG ভেরিয়েন্টও উপলব্ধ Baleno। CNG ইঞ্জিনটি মোট 77.49Bhp শক্তি এবং 98.5Nm টর্ক তৈরি করতে পারে।
9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, সেইসাথে একটি ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল এবং সেন্ট্রাল কনসোল অফার করে Baleno। উল্লেখ্য, 32 কিমি মাইলেজ দেয় গাড়িটি।