ভারতে পারিবারিক গাড়ির চাহিদা সবসময়ই তুঙ্গে। তবে আজ আমরা বড় পরিবারের কথা বলছিনা। সেজন্য তো MPV রয়েইছে। আজ আমরা এখানে জানাবো ছোট পরিবার হলে এবং বাজেট 5 থেকে 6 লক্ষ টাকা হলে কোন গাড়ি আপনার জন্য সেরা। চলুন তাহলে তাই দেখে নেওয়া যাক।
1) Maruti Suzuki Alto K10
মারুতি সুজুকির Alto আজ নয় বিগত কয়েক দশক ধরে আম আদমির পয়লা নম্বর পছন্দের গাড়ি। Alto 800 এর পরই নতুন Alto K10 বাজারে এসেছে। গাড়িটির এক্স শোরুম দাম শুরু হয় 3.99 লক্ষ টাকা থেকে। এবং এটির VXI মডেল যেটি কিনা ভ্যালু ফর মানি, সেটির দাম রয়েছে 5 লক্ষ 80 হাজার টাকা।
2) Maruti Suzuki S-Presso
হ্যাচব্যাক সেগমেন্টে রাজ করার পর মারুতি সদ্যই লঞ্চ করেছে তাদের নতুন S-Presso। এন্ট্রি লেভেল সেগমেন্টে বাজেট এবং লুকে সেরা এই মাইক্রো-SUV। গাড়িটির দাম রয়েছে 4.70 লক্ষ টাকা। তবে ভ্যালু ফর মানি VXI ভার্সনটির দাম পড়বে 5.70 লক্ষ টাকা।
3) Renault KWID
বাজারে আরেকটি দারুণ অপশন Kwid। ছোট প্যাকেট বড় ধামাকা বলা চলে গাড়িটিকে। আরামসে 5 জন চেপে ঘুরে বেড়াতে পারেন। তো এই Kwid এর দাম শুরু হচ্ছে 5.20 লক্ষ টাকা থেকে। গ্রাহকদের জন্য আদর্শ ভার্সনটি হলো RXT এবং এটি কেনার জন্য মোট খরচ হবে 6.20 লক্ষ টাকা।