
কিছুদিন আগেই আমেরিকা সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা থেকে শুরু করে নানান বিষয়ে চুক্তি হয় সেখানে। সমস্ত কিছুর মধ্যে প্রধানমন্ত্রী মোদীর সাথে টেসলার মালিক এলন মাস্কের মিটিং নিয়ে ঔৎসুক্য বেড়েছে। খবর এসেছে যে, প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের আগে টেসলার একটি দল এসে দেখা করে। এছাড়া দেশের অন্দরে টেসলার গাড়ি লঞ্চ করার বিষয়টিও বেশ মুখরোচক হয়ে ওঠেছে।
বিশেষজ্ঞদের মতে এলন মাস্কের টেসলা EV কারখানা স্থাপন করতে চলেছে ভারতের বাজারে। আসলে বহুদিন ধরেই ভারতের বাজার নিয়ে খুবই উৎসুক এলন মাস্ক। বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজার হওয়ায় স্বাভাবিক কারণেই টেসলা ভারতের বাজার নিয়ে খুবই উৎসাহী। কিন্তু ভারতের এতদিন টেসলার কোনো কারখানা না থাকায় টেসলার ভারতে প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কিন্তু এবার খবর আসছে যে, টেসলা বার্ষিক 5 লক্ষ ইভি ইউনিট তৈরীর ক্ষমতার একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। সেখানে মাত্র 20 লাখ থেকেই গাড়ির দাম শুরু হবে। উল্লেখ্য যে, এই বিষয়ে কর্যোদ্ধার করতে টেসলা বৈঠক করছে নয়াদিল্লিতে। সেখানে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) দ্বারা পরিচালিত একটি সমাবেশে ভারতের বাজার সম্পর্কে নিজেদের উৎসাহ প্রকাশ করেছে।
এপ্রসঙ্গে জানিয়ে দিই যে, এর আগে ভারতে প্রবেশ করার অনুমতি চেয়েছে Tesla। কিন্তু কেন্দ্র সরকার মোটা আমদানি শুল্ক লাগিয়ে দেওয়ায় সেই স্বপ্ন অধরা থেকে যায়। শুল্ক কমানোর দাবিকেও চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। এদিকে দেশের অন্দরে EV এর বড় বাজার তৈরি হয়ে যাওয়ায় গাড়ি নির্মাণ থেকে বিক্রী, সবেতেই বেশ বড় সুবিধা পাবে আমেরিকান গাড়ি নির্মাণকরি সংস্থাটি।
টেসলা বহুসময় ধরেই ভারতীয় বাজারের ওপর নজর রেখেছে। যদিও এর আগে ভারতে নির্মাণের বদলে চিন থেকে আমদানি করার কারণে ভারতের বাজারে ঢুকতে পারেনি তারা। বহু অনুরোধের পরেও টেসলাকরে ভারতীয় মার্কেটে ব্রাত্যই রাখা হয়। সরকার আমদানি করা গাড়ির ওপর আমদানি শুল্ক কমাতে চায়নি। এরফলে টেসলা ভারতে প্রবেশ করতে পারেনি। যদিও বেশিদিন ভারতের মার্কেটের থেকে দূরে থাকতে পারেনি টেসলা, যেহেতু বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম মার্কেটে পরিণত হয়েছে।