
আপাতত Hero Motocorp তাদের বড় বাইক নিয়ে কাজ করছে। বহুসমহ ধরেই তারা বাজারে বিভিন্ন লো-এন্ডের বাইক লঞ্চ করে আসছে। সেগুলো গ্রাহকদের ভারী পছন্দের হলেও এবার Hero নিজেদের Portfolio দামী গাড়ির দিকে নিয়ে যেতে চাইছে। খবর আসছে HD X440 এর আদলে নতুন 440 সিসির বাইক আনছে। তারইমধ্যে Hero’র আরেকটি Premium বাইক আসছে বাজারে। সেটির টেস্টিংয়ের ছবিও লিক করে গিয়েছে অনলাইনে।
Hero শীঘ্রই বাজারে আনছে তাদের লোয়ার এন্ডের বাইক Xtreme 125R এবং হেভি 200R। সেগুলোকে একসাথে দেখা গেছে। লিক হয়ে যাওয়া ছবি থেকে দেখা যাচ্ছে হিরোর বাইকে একটি বেশ পেশীবহুল জ্বালানী ট্যাঙ্ক এক্সটেনশন সহ বেশ স্পোর্টি ডিজাইনের বাইক। ডুকাটি স্ট্রিট ফাইটারের ছাপ রয়েছে বাইক দুটিতে।
Xtreme 125R গ্ল্যামার 125-এর মতোই 125cc ফুয়েল-ইনজেক্টেড মোটর রয়েছে। যেটি কিনা মোট 11PS শক্তি 10.6Nm টর্ক তৈরি করে। বাজারে এটি TVS এর Raider 125 কে বড় প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে। যেহেতু TVS Raider এর Ex-Showroom (Delhi) দাম রয়েছে 93,719 টাকা তাই আশা করা যাচ্ছে Xtreme 125 R 95,000 টাকার মধ্যেই আসতে পারে।
এদিকে Hero Xtreme 200R 4V বাইকটিতে 200 সিসির 4 ভালভের ইঞ্জিন রয়েছে। Hero Xpulse twins- এর মতো একই প্ল্যাটফর্মের উপর তৈরী হচ্ছে Xtreme 200R 4V। সেখানেও ওই একই 200cc এর এয়ার-অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করা হবে। ইঞ্জিনটি মোট 19.1PS শক্তি এবং 17.35Nm টর্ক উৎপন্ন করে। বাইকটি দেখতেও বেশ মডার্ন এবং স্পোর্টি লুকও রয়েছে সেখানে।
Hero Xtreme 200R 4V বাইকটি বাজারে TVS Apache RTR 200 4V , Honda Hornet 2.0 , Yamaha FZ 25 এবং Bajaj Pulsar N250 এর সাথে টক্কর দেবে। আশা করা যাচ্ছে যে, সেটির দাম থাকতে পারে 1.35 লক্ষ টাকার মধ্যে। চলতি বছরের শেষের দিকে বাইকদুটি লঞ্চ করতে পারে হিরো মোটরস।