Read In
Whatsapp
Car News

মার্কেটে চাহিদা তুঙ্গে! Punch-র আরও ২টি তুখোড় CNG গাড়ি আনলো টাটা! দাম ও ফিচার্স দেখে নিন

CNG গাড়ির দুনিয়ায় এখন কেবল টাটা মোটরসেরই রাজত্ব‌। পর পর তিনটে CNG গাড়ি লঞ্চ করল সংস্থাটি। দিন কয়েক আগেই লঞ্চ হয়েছে তাদের বহুল চর্চিত কম্প্যাক্ট SUV পাঞ্চ। আর তারপর আরও দুই জনপ্রিয় গাড়ির কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত ভার্সন আনল এই সংস্থা। বাজারে এল Tata Tiago CNG এবং Tata Tigor CNG। যেগুলি একটি হল সেডান এবং অপরটি হল হ্যাচব্যাক।

উল্লেখ্য, এটা টাটার চতুর্থ CNG গাড়ি। গত মাসেই সামনে এসেছিল Tata Altroz এর CNG ভেরিয়েন্ট। আর এবার সেই তালিকায় জুড়ল Tiago এবং Tigor এর নাম। উল্লেখ্য, এই দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি। কারণ ইতিমধ্যেই প্রায় ১ ডজনেরও বেশি CNG গাড়ি লঞ্চ করেছে সংস্থাটি। প্রতিযোগীতায় রয়েছে হুন্ডাই-ও।

সদ্য লঞ্চ হওয়া টাটা পাঞ্চের প্রতিদ্বন্দ্বী Exter গাড়িরও CNG ভার্সন এনেছে তারা। এদিকে টাটার নতুন দুটি গাড়ির দামের কথা বললে, সেই দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে, 6.55 লাখ টাকা এবং 7.80 লাখ টাকা (এক্স-শোরুম)। এবং Tata Punch CNG গাড়ির দাম শুরু হয়েছে 7.10 লাখ টাকা থেকে।

Tata Tiago এবং Tata Tigor গাড়ি দুটিতে রয়েছে টুইন সিলিন্ডার প্রযুক্তি। অর্থাৎ এই গাড়িতে আপনি এমন দুটি সিলিন্ডার পাবেন যাদের সম্মিলিত ক্যাপাসিটি 60 লিটার হবে। ইঞ্জিনের কথা বললে Tata Tiago এবং Tata Tigor iCNG ভার্সনে রয়েছে 1.2 লিটার 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন সঙ্গে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার। সর্বোচ্চ 86 হর্সপাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম এই ইঞ্জিনটি।

টাটা মোটরসের এই CNG গাড়িগুলিতে নতুন কী? প্রথমেই বলি, এতে একটির বদলে দুটি সিলিন্ডার দেওয়া হয়েছে। আর এই ফিচার্সের জন্য নাকি পেটেন্ট-ও দাবি করেছিল সংস্থাটি। যাইহোক, এই ডুয়াল সিলিন্ডারটি রাখা হয়েছে বুটস্পেসের নিচে। যারফলে গাড়ির মধ্যে অনেকটাই জায়গা পেতে চলেছেন যাত্রীরা। যা সাধারণত CNG গাড়িতে দেখা যায় না।

Back to top button