Read In
Whatsapp
Car News

Tata Punch নাকি Nissan Magnite kuro edition, কোন SUV অধিক শক্তিশালী এবং কোনটা আপনার জন্য সেরা?

দেশের বাজারে ছোট আকারের গাড়ি, বিশেষ করে Micro-SUV গুলোর চাহিদা বরাবরই বেশী। এই সেগমেন্টে এতদিন Maruti Suzuki একচ্ছত্র রাজ চলালেও Tata Punch খুব একটা পিছিয়ে নেই। রেকর্ড বিক্রি হয় টাটা পাঞ্চের। এরইমধ্যে আবার Nissan তাদের Magnite লঞ্চ করেছে। স্বাভাবিক ভাবেই একই সেগমেন্টে আসার কারণে দুই গাড়ির মধ্যে দ্বন্দ্ব চলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগিয়ে কোন গাড়ি।

Nissan Magnite Kuro Edition 


8টি রঙের বিকল্প সহ Magnite এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 8.27 লক্ষ টাকা।এই পেট্রোল ভার্সনে 71 bhp শক্তি দেয় Magnite।ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় উভয় ট্রান্সমিশনের সাথে আসে এটি। শক্তিশালী 1-লিটার পেট্রোল ইঞ্জিন সহ 5 সিটার গাড়ির পিক টর্ক রয়েছে 96 Nm। মাইলেজও মন্দ নয়। 19 kmpl মাইলেজ সহ Magnite Punch তো বটেই মারুতি সুজুকির থেকেও এগিয়ে।

গ্রাহকরা চাইলে 1-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনও নিতে পারেন। টার্বো ইঞ্জিন মোট 99 bhp শক্তি এবং 152 Nm টর্ক উৎপন্ন করে। সেক্ষেত্রে অবশ্য দাম বাড়বে। নিরাপত্তার জন্য থাকছে এয়ারব্যাগ এবং 360 ডিগ্রি ক্যামেরা।Nissan Magnite এর টপ স্পেক মডেলটি 10.94 লাখ টাকার এক্স-শোরুম দামে উপইলব্ধ।এছাড়া গাড়িতে একটি 9.0-ইঞ্চির HD টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে।

Tata Punch
Tata Punch 115 Nm এর পিক টর্ক রয়েছ। এই শক্তির সাথে Punch সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী গাড়ি। সর্বোচ্চ গতি রয়েছে 150 কিলোমিটার প্রতি ঘণ্টা। 366 লিটারের একটি বড় বুট স্পেস সহ আসে টাটা পাঞ্চ। 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন 88 PS শক্তি সহ 20.09 kmpl মাইলেজ দেয়। CNG ভার্সনের মাইলেজ 26.99 km/kg।

Tata Punch

বড় প্যানরমিক সানরুফ গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 187 মিমি। Punch দুটি ট্রান্সমিশনে আসে, ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয়। গাড়িটির পেট্রোল সংস্করণ 20.09 kmpl মাইলেজ দেয়। সিএনজি সংস্করণ 7.10 লাখ টাকার এক্স-শোরুমে পাওয়া যাচ্ছে। 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে সহ ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ এবং অ্যান্টি-গ্লেয়ার IRVM রয়েছে Punch এ।

Back to top button